ভারতকে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা


প্রকাশিত:
২ নভেম্বর ২০২৩ ১৬:২৯

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:১৭


জিতলেই সেমিফাইনাল। সহজ এই সমীকরণকে সামনে রেখে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে ভারত। স্বাগতিকদের লক্ষ্য পূরণ হলে সেরা চারে খেলা আরও কঠিন হয়ে যাবে লঙ্কানদের।

বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস ভাগ্য জিতেছেন লঙ্কান অধিনায়ক কুশাল মেন্ডিস। তিনি ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন ভারতকে।

বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজেয় দল ভারত। ৬ ম্যাচের সবকটি জিতে ১২ পয়েন্টে টেবিলের শীর্ষে রয়েছে স্বাগতিকরা। শ্রীলঙ্কার অবস্থান সপ্তম স্থানে। ৬ ম্যাচ শেষে তাদের ঝুলিতে জমা পড়েছে ৪ পয়েন্ট। দুই দলের সবশেষ সাক্ষাৎ হয়েছে এশিয়া কাপের ফাইনালে। ওই ম্যাচে লঙ্কানদের বিধ্বস্ত করে শিরোপার স্বাদ পেয়েছিল ভারত।

nagad
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদ্বীপ যাদব এবং মোহাম্মদ সিরাজ।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশাল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দুসান হেমন্ত, মাহিশ থিকসানা, কাসুন রাজিথা, দুসমান্থা চামিরা এবং দিলশান মাদুসাঙ্কা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top