চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বিশ্বকাপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ
প্রকাশিত:
৬ নভেম্বর ২০২৩ ১৩:০৫
আপডেট:
৬ নভেম্বর ২০২৩ ১৩:১৪

নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ মিশনের শেষ দিকে বাংলাদেশ। সেমিফাইনাল স্বপ্ন তো ফুরিয়েছেই, প্রথম দল হিসেবে আসর থেকে ছিটকে গেছে টাইগাররা। বাকি ম্যাচগুলো এখন কেবল আনুষ্ঠানিকতার। ফলে আজ শ্রীলঙ্কা ম্যাচের ফলাফল কোনো প্রভাব ফেলছে না টুর্নামেন্টে।
বিশ্বকাপের সেমিফাইনাল নির্ধারণে এই ম্যাচের গুরুত্ব না থাকলেও গুরুত্বহীন বলার উপায় নেই। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হলে এই ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকতেই হচ্ছে। এই আসরের টিকিট পেতে বিশ্বকাপের শেষ দুই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের।
সাত ম্যাচে বাংলাদেশের জয় কেবল একটি। তবুও তা প্রথম ম্যাচে, আফগানিস্তানের বিপক্ষে। পরের ছয় ম্যাচে হার প্রতিটিতেই, এমনকি নেদারল্যান্ডসের সাথে হারের লজ্জাও সঙ্গী হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের চ্যালেঞ্জ ব্যর্থতার এই বৃত্ত ভেঙে বেড়িয়ে আসা। অন্তত আরো একটা জয় নিয়ে দেশে ফেরা।
বাংলাদেশ-শ্রীলঙ্কা, হালের ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় লড়াই। ইতিহাস-অর্জনে লঙ্কানরা ঢের এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ চোখ রাঙায় বেশ ভালোভাবেই। নিদাহাস ট্রফি দিয়ে যে লড়াইয়ের শুরু, তা এনে দিয়েছে দুই দলের মাঝে নতুন এক প্রতিদ্বন্দ্বীতা।
চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন বাঁচিয়ে রাখতে সোমবার দুপুর আড়াইটায় মাঠে নামছে বাংলাদেশ। যেখানে জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের। হেরে গেলেই শেষ সেই স্বপ্ন। দিল্লির অরুণ জেটলিতে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তারাও নেই খুব একটা ভালো অবস্থানে, তবুও সাকিবদের দিতে হবে বেশ কঠিন পরীক্ষা।
তাছাড়া শ্রীলঙ্কা বরাবরই বাংলাদেশের জন্যে ভয়ের কারণ। ওয়ানডেতেও সাম্প্রতিক সময়ে লড়ছে চোখে চোখ রেখে। মাস দুয়েক আগে এশিয়া কাপেও দুই দুইবার হারিয়েছে টাইগারদের। তবে খানিকটা অনুপ্রেরণা হয়তো পাবে বাংলাদেশ শেষ ম্যাচ থেকে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল দল।
তবে সাম্প্রতিক ফর্ম আর পরিসংখ্যানও কথা বলছে শ্রীলঙ্কার পক্ষেই। বাংলাদেশের সাথে ৫৩ ম্যাচ খেলে ৪২টিতেই জয় তুলে নিয়েছে তারা। টাইগারদের জয় মোটে ৯ ম্যাচে। যেখানে অবশ্য শেষ ১০ ম্যাচেই ৪ জয় বাংলাদেশের। বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছে তিনবার। যেখানে কখনো জেতেনি টাইগাররা।
দুই দলের দেখায় সর্বোচ্চ রান কুমার সাঙ্গাকারার। ১২০৬ রান করেন তিনি। দ্বিতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম, ১০৬২ রান তার। তাছাড়া ভারত বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের মাঝে ৬৩৪ রান নিয়ে সাকিব আল হাসান ও ৪৬১ রান নিয়ে কুশল মেন্ডিস আছেন উপরের দিকে।
সর্বোচ্চ ৩১ উইকেট মুত্তিয়া মুরালিধরনের। আর ভারত বিশ্বকাপে অংশ নেয়া ক্রিকেটারদের মাঝে সেরা বাংলাদেশ অধিনায়ক সাকিব। তার উইকেট সংখ্যা ২০টি। দ্বিতীয় সেরা মেহেদী মিরাজের আছে ১৬ উইকেট।
তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে আছে শঙ্কা। দিল্লির বায়ু দূষণ ম্যাচের ভাগ্য ফেলে দিয়েছে অনিশ্চয়তায়। মাত্রাতিরিক্ত দূষণে শ্বাস নিতে কষ্ট হচ্ছে স্বাভাবিক চলাফেরাতেও। ফলে আইসিসি চোখে রাখছে ম্যাচ চলাকালীন আবহাওয়ার ওপর। দূষণের ঘনত্ব না কমলে বিপদে পড়ে যাবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্নও।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: