বিতর্কিত মোরসালিনকে নিয়েই অস্ট্রেলিয়ায় বাংলাদেশ
প্রকাশিত:
১১ নভেম্বর ২০২৩ ১৩:৫৬
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:৫৭

বিশ্বকাপ ২০২৬ বাছাইয়ে বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে আগামী ১৬ নভেম্বর। খেলা হবে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। এ ম্যাচের উদ্দেশ্যেই গতকাল রাতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তার আগে গতকাল ঘোষণা করা হয় অস্ট্রেলিয়া সফরের ২৩ জনের চূড়ান্ত দল, যেখানে রয়েছে মদকাণ্ডে বিতর্কিত ফুটবলার শেখ মোরসালিন।
এর আগে তাকে ৩০ জনের ক্যাম্পে ডাকা হয়েছিল। গতকাল সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শেষে দল চূড়ান্ত করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। শুক্রবার বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে টিম হোটেলে উপস্থিন হন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এ সময় স্কোয়াডে ডাক পাওয়া ফুটবলারদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় সভাপতি খেলোয়াড়দের সতর্কও করেন, সবশেষ মালদ্বীপ থেকে আসার সময় ঘটানো বিতর্কিত ঘটনার পুনরাবৃত্তি না করার ব্যাপারে। এ সময় খেলোয়াড়রা তার কাছে বোনাস দাবি করলে তিনি বলেন, ‘তোমরা ভালো খেলো। বোনাস তো ধারাবাহিক প্রক্রিয়া।’
এদিকে শুধু মোরসালিন নয়, সাসপেন্ড থাকা সোহেল রানাকেও ২৩ জনের স্কোয়াডে নেওয়া হয়েছে। গেল ১৭ অক্টোবর বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে ম্যাচে লালকার্ড পেয়েছিলেন এই মিডফিল্ডার। সেই অনুসারে এক ম্যাচ সাসপেন্ড হয়েছেন তিনি, অর্থাত্ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে পারবেন না, তিনি তবুও তাকে কোচ নিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়া। মূলত লেবাননের বিপক্ষে পরের ম্যাচের জন্য তৈরি করতেই অনুশীলনের মধ্যে রাখবেন তাকে। যে কারণে খেলতে না পারলেও তাকে নিয়ে যাওয়া হচ্ছে।
আগামী ১৬ নভেম্বর মেলবোর্নে বাংলাদেশকে আতিথেয়তা দেবে সকারুজরা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপ বাছাইয়ে যেটি হবে বাংলাদেশের তৃতীয় ম্যাচ, অস্ট্রেলিয়ার প্রথম। অস্ট্রেলিয়া সরাসরি খেলছে দ্বিতীয় পর্বে। প্রথম রাউন্ড টপকে এসেছে বাংলাদেশ। হোম অ্যান্ড অ্যাওয়ে-ভিত্তিক দুই ম্যাচে মালদ্বীপকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছে জামাল ভূঁইয়ারা। বাংলাদেশের গ্রুপের অন্য দুই দেশ লেবানন ও ফিলিস্তিন।
বসুন্ধরা কিংসের এএফসি কাপের ম্যাচ থাকায় জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা পুরো দল নিয়ে অনুশীলনের বেশি সময় পাননি, যে কারণে, পাঁচ দিন আগেই অস্ট্রেলিয়া যাচ্ছেন তিনি দল নিয়ে। মেলবোর্নে গিয়েই মূল প্রস্তুতিটা নেবে বাংলাদেশ ফুটবল দল। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল খেলা, আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে গোলশূন্য ও ১-১ গোলে ড্র করা এবং মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্ব টপকানো—সব কিছুই ইতিবাচক ছিল বাংলাদেশের জন্য।
বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে সেই ইতিবাচক খেলাটাই ধরে রাখতে চায় বাংলাদেশ। রাশিয়া বিশ্বকাপ বাছাইয়েও বাংলাদেশের গ্রুপে ছিল অস্ট্রেলিয়া। পার্থে অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৫-০ গোলে। ঢাকায় ফিরতি ম্যাচে হারের ব্যবধান ছিল ৪-০। অতীতের দুই ম্যাচের ফল সুখকর না হলেও প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া অচেনা নয় বাংলাদেশের। ফিফা র্যাংকিংয়ে ২৭ নম্বরে থাকা দলটির বিপক্ষে সাধ্যমতো লড়াই করতে পারলে পরের ম্যাচগুলোতে ভালো করার কিছু রসদ জমা হবে ক্যাবরেরার ভান্ডারে।বিশ্বের বড় বড় দলের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ আন্ডারডগ হিসেবেই খেলবে। অন্য উচ্চতার এ ম্যাচে বাংলাদেশ ভালো একটা লড়াই করতে পারলেই সেটা হবে ইতিবাচক কিছু। এই ম্যাচে বাংলাদেশের কিছুই হারানোর নেই। তবে পাওয়ার আছে অনেক কিছু।
অস্ট্রেলিয়া সফরের জন্য বাংলাদেশ দল
গোলরক্ষক: মিতুল মারমা, পাপ্পু হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তারিক রায়হান কাজী, সাদ উদ্দিন, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল ও হাসান মুরাদ।
মিডফিল্ডার: সোহেল রানা, জামাল ভূঁইয়া, সোহেল রানা-২, মো. রিদয়, রবিউল হাসান, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন ও জায়েদ আহমেদ।
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, সুমন রেজা, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: