ঢাকায় নিউজিল্যান্ড দল


প্রকাশিত:
২২ নভেম্বর ২০২৩ ১৪:২৩

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৩:৫১

 

দুটি টেস্ট খেলতে ঢাকায় এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মঙ্গলবার রাতে পৌঁছায় তাদের আংশিক দল। দুটি বহরে পৌঁছেছে তারা। বাকিদের আজ বুধবার রাতে পৌঁছানোর কথা।

যারা এসেছে তাদের আজই সিলেট চলে যাওয়ার কথা। বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট সিলেটের মাঠে ২৮ নভেম্বর শুরু হবে। ৬ ডিসেম্বর মিরপুর স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ অবশ্য আজ রাতেই সিলেটের উদ্দেশে রওয়ানা হবে।

এই সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র (২০২৩-২৫) শুরু করবে দুই দল।

নিউজিল্যান্ড বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে ১০ বছর পর। সর্বশেষ তারা ২০১৩ সালে এখানে টেস্ট খেলেছিল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top