একের পর দুঃসংবাদ ব্রাজিল দলের
প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৩ ১৩:০৩
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:০৮

দুঃসময় যেন পিছু ছাড়ছে না ব্রাজিলের। একের পর এক ব্যর্থতা ধেয়ে আসছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দিকে। এবার র্যাঙ্কিংয়ে অবনম তাদের, টানা ব্যর্থতার জেরে দু’ধাপ পিছিয়েছে ব্রাজিল। তবে শীর্ষস্থান ধরে রেখেছে চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনা।
বিগত ৪ ম্যাচে জয়ের মুখ দেখেনি ব্রাজিল। মাঠের পারফরম্যান্সের সাথে একের পর এক ইনজুরিতে হতাশা গ্রাস করেছে দলটিকে। অবস্থা এতোটাই খারাপ যে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পরের বিশ্ব আসরে জায়গা পাওয়াই এখন বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।
বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ দুই ম্যাচেই হেরেছে ব্রাজিল। সব মিলিয়ে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ৬ ম্যাচের তিনটিতেই হার তাদের। অবস্থান করছে ষষ্ঠ স্থানে। ফলে বিপদেই আছে হলুদ শিবির।
এর মাঝেই এলো আরো একটা দুঃসংবাদ। বৃহস্পতিবার প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে অবনম হয়েছে ব্রাজিলের। দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে দলটি।
ব্রাজিলের অবনমনের দিনে সুসংবাদ পেয়েছে ইংল্যান্ড, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস। তিন দলই এগিয়েছে এক ধাপ করে। নতুন হালনাগাদ অনুযায়ী চতুর্থ অবস্থান থেকে তৃতীয় স্থানে উঠেছে ইংল্যান্ড। তার জায়গা নিয়েছে বেলজিয়াম। আর সপ্তম থেকে ষষ্ঠ স্থানে উঠেছে নেদারল্যান্ডস।
র্যাঙ্কিংয়ে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশের। আগের মতো ১৮৩ নম্বরেই আছে হাভিয়ের কাবরেরার দল।
বিষয়: ব্রাজিল দল
আপনার মূল্যবান মতামত দিন: