ইংল্যান্ডের কোচ হলেন দীনেশ কার্তিক!


প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৪ ১৭:০৬

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৪:১৮

 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনো অবসর নেয়া হয়নি ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিকের। আইপিএলে খেলছেন বেশ দাপটের সাথেই। তবে এরই মাঝে কোচিংয়ে নাম লেখালেন তিনি। তবুও কিনা ইংল্যান্ড দলের!

ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটার জাতীয় দলে অনেকটা ব্রাত্য হয়ে পড়েছেন। তবে ইতোমধ্যেই ধারাভাষ্যে নিজের নাম লিখেছেন। এবার কোচিংয়েও অভিষেক হচ্ছে তার। ইংল্যান্ড 'এ' দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দেখা যাবে তাকে।


যদিও দীর্ঘ মেয়াদি নয়, অল্প কিছুদিনের জন্যেই ব্যাটিং কোচ হচ্ছেন দীনেশ কার্তিক। মাত্র ৯ দিনের জন্য এই দায়িত্ব পালন করবেন তিনি।

বুধবার রাতে এক বিবৃতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এমনটাই জানিয়েছে।


মূলত চলতি মাসের ২৫ তারিখ থেকে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্টে সিরিজ খেলতে আসবে ইংল্যান্ড দল। এর আগে ইংল্যান্ড ‘এ’ দল চার দিনের তিনটি ম্যাচ খেলতে ভারত সফরে আসছে। সেখানেই দলটির ব্যাটিং পরামর্শক হিসেবে দেখা যাবে ৩৮ বছর বয়সী কার্তিককে।

এই সম্পর্কে ইসিবি জানায়, দীনেশ কার্তিককে আমাদের প্রস্তুতির সময় এবং প্রথম টেস্টে আমাদের সঙ্গে পাওয়া বেশ দুর্দান্ত ব্যাপার। আমি নিশ্চিত ছেলেরা তার সাথে সময় কাটাতে এবং ভারতে টেস্টে সফল হতে যা লাগবে, তার অভিজ্ঞতা থেকে সেটা পেয়ে উপকৃত হবে।'


ইংলিশদের ‘এ’ দলের প্রকৃত ব্যাটিং পরামর্শক ইয়ান বেল। তবে বেল আপাতত বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডসের সহকারী কোচের দায়িত্ব পালন করছেন। তাই সাময়িক বিকল্প হিসেবেই কার্তিককে বেছে নেয়া হয়েছে।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top