ক্যারিবীয়দের ১০ উইকেটে হারের লজ্জা দিলো অস্ট্রেলিয়া


প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৪ ১৩:৫৯

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৪:০০

 

যা করার, প্রথম দু’দিনেই করে রেখেছিল অস্ট্রেলিয়া। সাজিয়ে রেখেছিল বিজয়ী মঞ্চ। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতার। অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনে যা সম্পন্ন করতে অস্ট্রেলিয়ার লেগেছে মোটে ১৯.১ ওভার। ক্যারিবীয়দের উপহার দিয়েছে ১০ উইকেটে হারের লজ্জা।


অ্যাডিলেড টেস্টে ক্যারিবীয়দের পাত্তাই দেয়নি অস্ট্রেলিয়া। অজি বোলারদের তোপে প্রথম ইনিংসে মাত্র ১৮৮ রানে অলআউট হয় তারা, দ্বিতীয় ইনিংসে অবস্থা আরো নাজেহাল। এবার গুটিয়ে যায় ১২০ রানে। জবাবে বিপরীতে প্রথম ইনিংসে অজিরা ২৮৩ রান করায় লক্ষ্য দাঁড়ায় ২৬ রানে। যা বিনা উইকেটে পাড়ি দেয় তারা।

 

শুক্রবার ৭৩ রানে ৬ উইকেট নিয়ে তৃতীয় দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তখনো ভাঙা হয়নি অজিদের নেয়া লিড। একটা সময় শঙ্কা দেখা দেয় ইনিংস ব্যবধানের, ৯৪ রানে ৯ উইকেট হারিয়ে বসে দলটি। তবে শেষ উইকেট জুটিতে ২৬ রান যোগ করে মান বাঁচান শামার জোসেফ ও কেমার রোচ।

ফলে লিড ভাঙ্গে বটে, তবে চ্যালেঞ্জিং কোনো সংগ্রহ দাঁড় করাতে পারেনি ক্যারিবীয়রা। ১২০ রানে অলআউট হয় তারা। প্রথম ইনিংসে ৯৫ রানে এগিয়ে থাকায় অজিদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬ রানে। ৫ উইকেট নেন জশ হ্যাজলউড, দু’টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও নাথান লায়ন।

এই লক্ষ্যে পৌঁছাতে কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। যদিও শামার জোসেফের একটি বাউন্স বলে মুখে আঘাত পেয়ে মাঠ ছাড়েন উসমান খাজা। ম্যাচ শেষ হওয়ার দুই বল আগে মাঠ ছাড়েন এই বাঁহাতি ওপেনার। তাতে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১১৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলায় ম্যাচ সেরা হয়েছেন ট্রাভিস হেড।


আগামী বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ব্রিসবেনে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top