ব্যাটে ঝড় তুলে এবার অস্ট্রেলিয়া দলে ফ্রেজার
প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৪ ১৬:৩৯
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৪:২৫

ব্যাট হাতে বিধ্বংসী রূপে নিজেকে মেলে ধরে এবার অস্ট্রেলিয়া ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন জেইক ফ্রেজার-ম্যাকগার্ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পূর্ব ঘোষিত দল থেকে গ্লেন ম্যাক্সওয়েলকে বিশ্রাম দেওয়া হয়েছে। এই অল রাউন্ডারের জায়গায় দলে জায়গা পেয়েছেন ২১ বছর বয়সী ফ্রেজার।
আর চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন জাই রিচার্ডসন।
তার পরিবর্তে প্রথমবার সুযোগ পেয়েছেন জেভিয়ার বার্লেট। এবারের বিগ ব্যাশ লিগে দারুণ খেলেছেন এই পেসার। ৯ ম্যাচে তার শিকার ১৭ উইকেট।
ফ্রেজার এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ক্রিকেটে আলোচিত নাম।
বয়সভিত্তিক ক্রিকেট থেকেই নজর কেড়ে আসছিলেন তিনি। ২০২০ সালে খেলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। গত অক্টোবরে মার্শ কাপে মাত্র ২৯ বলে বিধ্বংসী সেঞ্চুরি করে হৈচৈ ফেলে দেন ফ্রেজার। এবি ডি ভিলিয়ার্সের ৩১ বলের রেকর্ড পেছনে ফেলে লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি সেটি।
এরপর থেকেই তাঁকে 'নতুন ম্যাক্সওয়েল' হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। আর সবশেষ গত শনিবার আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে ২৩ বলে খেলেছেন ৫৫ রানের ইনিংস। এমন পারফরম্যান্সের কারণেই ডাক পেলেন জাতীয় দলে।
আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। পরের দুইটি ম্যাচ ৪ ও ৬ ফেব্রুয়ারি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: