ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শ
প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৪ ১৬:১২
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৪:১৭

মিচেল মার্শকে অধিনায়ক করে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। গত বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন মার্শ। তিন ম্যাচের ওই সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিলো অজিরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ককে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে দলে তারা ফিরবেন বলে ধারনা করা হচ্ছে।
ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজে অস্ট্রেলিয়ার ইনিংস শুরু করেছিলেন স্মিথ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্মিথ বিশ্রামে থাকায় ইনিংস শুরুর দায়িত্ব পেতে পারেন বিগ ব্যাশ লিগের এবারের মৌসুমে সর্বোচ্চ ৫৪১ রান করা ম্যাট শর্ট। দলে রাখা হয়েছে সদ্য টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নেয়া ডেভিড ওয়ার্নারকে।
টি-টোয়েন্টি দলে ফিরেছেন ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকা মারকুটে ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল ও পেসার নাথান এলিস।
হোবার্টে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে অ্যাডিলেড ও পার্থে যথাক্রমে- ১১ ও ১৩ ফেব্রুয়ারি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, এডাম জাম্পা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: