নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজ জয় অস্ট্রেলিয়ার


প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০১

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১১:৩৯

 

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে পাত্তা দেয়নি অস্ট্রেলিয়া। ৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে অজিরা।

অকল্যান্ডে টস হেরে ব্যাট করতে নামা সফরকারীদের ইনিংস থামে ১৭৪ রানে। ইনিংস শেষের এক বল আগে গুটিয়ে যায় মিচেল মার্শের দল।


অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস সর্বোচ্চ ২২ বলে ৪৫ রান করেন ওপেনার ট্রাভিস হেড। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ২২ বলে ২৮ রানের, প্যাট কামিন্সের ব্যাট থেকে আসে।
রান তাড়ায় শুরু থেকে ধুঁকতে থাকে স্বাগতিক ব্যাটাররা। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারানো দলটি ২৯ রানে হারায় ৪ উইকেট।


পঞ্চম উইকেটে গ্লেন ফিলিপস ও জস কার্কসনের ৩২ বলে ৫৪ রানের জুটিতে সামনের দিকে কিছুটা এগিয়ে যায় কিউইরা। তবে কার্কসন (১৩ বলে ১০) দলীয় ৭৪ রানের মাথায় আউট হলে অ্যাডাম মিলনেও দ্রুত ফিরে যান।
একাই লড়াই করে ফিলিপস আউট হন ৩৫ বলে ৪২ রানে। এ ছাড়া ১১ বলে ১৬ রান করেন ট্রেন্ট বোল্ড।

শেষ পর্যন্ত ১০২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। অজিদের হয়ে ৩৪ রানে ৪ উইকেট নেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top