মার্শ ও ক্যারির পর কামিন্সের বীরত্ব, অস্ট্রেলিয়ার স্মরণীয় জয়
প্রকাশিত:
১১ মার্চ ২০২৪ ১৬:২৫
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১২:১৭

২৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৪ রানে অস্ট্রেলিয়া হারিয়েছিল চার উইকেট। স্কোরবোর্ডে ৮০ রান তুলতেই হারিয়ে বসে আরও একটি উইকেট। তাতে মনে হচ্ছিল, টেস্ট ম্যাচ জিততে চলেছে নিউজিল্যান্ডই। কিন্তু সেই আশায় গুড়েবালি।
ষষ্ঠ উইকেটে মিচেল মার্শ এবং এরপর প্যাট কামিন্সকে নিয়ে অজিদের জয় এনে দিয়েছেন অ্যালেক্স ক্যারি। চতুর্থ দিনেই অজিদের জয় ৩ উইকেটে। দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতেল অস্ট্রেলিয়া।
চতুর্থ দিনের দ্বিতীয় ওভারেই ট্রাভিস হেডকে হারিয়ে বিপদ বাড়ে অজিদের।
এই বাঁহাতিকে ফেরান কিউই অধিনায়ক টিম সাউদি। এরপরেই শুরু হয় মার্শ ও ক্যারির পালটা আক্রমণ। ষষ্ঠ উইকেটে দুজনে যোগ করেন ১৪০ রান। দুজনেই তুলে নেন ফিফটি।
তবে দলীয় ২২০ রানের মাথায় বেন সিয়ার্সের বলে ৮০ রান করে ফেরেন মার্শ। যদিও ২৮ রানে থাকা মার্শের ক্যাচ ফেলেছিলেন রাচিন রবীন্দ্র। তা না হলে ভিন্ন কিছুই হতে পারত।
পরের বলেই মিচেল স্টার্ককে ফিরিয়ে কিউইদের জয়ের আশা জোরাল করেন সিয়ার্স। কিন্তু তখনো বাকি ছিল রোমাঞ্চের খেলা।
ক্যারিকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক কামিন্স। অষ্টম উইকেটে দুজন যোগ করেন ৬১ রান। ৯৮ রানে অপরাজিত ছিলেন ক্যারি আর কামিন্সের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৩২ রান। এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করেছিল ১৬২ রান। জবাবে অজিদের সংগ্রহ ছিল ২৫৬। দ্বিতীয় ইনিংসে কিউইরা ৩৭২ রানের পুঁজি পেলে অজিদের লক্ষ্য দাঁড়ায় ২৭৯। সেই লক্ষ্য টপকে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।
এই হারে হতাশা বাড়ল নিউজিল্যান্ডের। ঘরের মাঠে ৩১ বছর ধরে অজিদের বিপক্ষে টেস্ট ম্যাচ জিততে পারেনা কিউইরা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: