চলে গেলেন তারকা ফুটবলার ওজে সিম্পসন


প্রকাশিত:
১২ এপ্রিল ২০২৪ ১২:৪১

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৭:১২


সাবেক আমেরিকান ফুটবলার ও জে সিম্পসন ৭৬ বছর বয়সে মারা গেছেন। সাবেক স্ত্রীকে খুনের অভিযোগে তার বিরুদ্ধে মামলার বিচার চাঞ্চল্য তৈরি করেছিল বিশ্বজুড়ে। আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় মনে করা হয় সিম্পসনকে। গত কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন তিনি।


স্থানীয় সময় গত বুধবার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে মারা গেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
১৯৯৪ সালে সাবেক স্ত্রী নিকোলে ব্রাউন সিম্পসন এবং বন্ধু রোনাল্ড গোল্ডম্যানকে হত্যার ঘটনার সঙ্গে জড়িয়ে সবচেয়ে বড় বিতর্ক তৈরি করেছিলেন। নিকোলের সঙ্গে সিম্পসনের ১৯৮৯ সালেই বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল।


নিকোল ও তার বন্ধু রোনাল্ড গোল্ডম্যানকে ১৯৯৪ সালের ১২ জুন রাতে লস অ্যাঞ্জেলেসে ব্রাউনের বাসার বাইরে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনার পর ও জে সিম্পসনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এরপর তাকে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করলে তিনি পিস্তল নিজের মাথায় তাক করে একটি গাড়ির পেছনের সিটে বসে ছিলেন। তাকে জীবিত ধরতে ছুটছিল পুলিশের গাড়ি।

সেটা সরাসরি সম্প্রচার করা হয়েছিল যুক্তরাষ্ট্রের টেলিভিশনগুলোতে। ৬০ মাইল যাওয়ার পর সফল হয় পুলিশ সিম্পসনকে আটকাতে। লস অ্যাঞ্জেলেসের আদালতে দীর্ঘদিন শুনানি চলার পর সিম্পসন মুক্তি পান অভিযোগ থেকে। সেই মামলা আমেরিকায় ‘ট্রায়াল অব দ্য সেঞ্চুরি’ নামে বিখ্যাত।
এ ছাড়া ২০০৮ সালে লাস ভেগাসের একটি হোটেলে সশস্ত্র ডাকাতির অভিযোগে দোষী প্রমাণিত হয়েছিলেন সিম্পসন।


তার জেল হয় ৩৩ বছরের। পরে ক্রীড়াক্ষেত্রে অবদান আর জেলে ভালো ব্যবহারের জন্য শাস্তির মেয়াদ কমে যায়। ২০১৭ সালে মুক্তি পেয়েছিলেন সিম্পসন।
নিজের সময়ের অন্যতম সেরা আমেরিকান ফুটবলার ছিলেন সিম্পসন। সান ফ্রান্সিসকো ৪৯ ইয়ার্স এবং বাফেলো বিলসের হয়ে দীর্ঘদিন খেলেছেন তিনি। খেলোয়াড়জীবনে বহু সাফল্য পেয়েছিলেন। আমেরিকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে তার ছিল বিপুল জনপ্রিয়তা। ১৯৭৩ সালে তিনি এনএফএলের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন। এ ছাড়া অভিনেতা হিসেবেও পরিচিত। দ্য ন্যাকেড গান নামের বিখ্যাত সিনেমায় অভিনয় করেছেন তিনি। তিনি প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top