বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছেন স্টয়নিস


প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২৪ ১৪:০০

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৭:৫৯


বয়স ছুঁয়েছে ৩৪, ব্যাটে আগের মতো সেই ধার নেই। তাই অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন মার্কাস স্টয়নিস। তাতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অজি স্কোয়াডে তার থাকা নিয়ে ছিল অনিশ্চয়তা। এই অলরাউন্ডার অবশ্য এখনো আশা দেখছেন।


গতরাতে আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে লখনউ সুপার জায়ান্টাসের হয়ে বিধ্বংসী সেঞ্চুরি করে বিশ্বকাপে খেলার আকাঙ্ক্ষার কথা শুনিয়েছেন তিনি।
চেন্নাইয়ের বিপক্ষে ২১১ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে একাই ম্যাচ জিতিয়েছেন স্টয়নিস। ৬৩ বলে অপরাজিত ১২৪ রানের আলো ঝলমলে ইনিংস খেলেছেন তিনি। এমন অনবদ্য নৈপুণ্যের পর জাতীয় দল নিয়ে কথা বলতে হয়েছে তাকে।


স্টয়নিস বলেছেন,'কোচের সঙ্গে আমার সম্পর্ক খুব ভাল। চুক্তিতে নাম নেই তা বেশ কয়েকদিন আগেই জেনেছি। চুক্তি থাকবে চুক্তির জায়গায়। চুক্তিতে নাম না থাকলে কি দেশের হয়ে খেলা যাবে না? আমি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছি।

চুক্তিতে নাম না থাকলেও বিশ্বকাপ খেলতে সমস্যা হবে না।'
এ বছরের ফেব্রুয়ারিতে সবশেষ অজিদের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন স্টয়নিস। ধারাবাহিক পারফরম্যান্স না করায় দল থেকে বাদ পড়েন তিনি। এরপর বাদ পড়েন চুক্তি থেকেও। দলের পেস বোলার অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন আছেন।


তাই স্টয়নিসের দলে ফেরাটা কঠিনই বটে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top