কামিন্সের হ্যাটট্রিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছোট পুঁজি টাইগারদের
প্রকাশিত:
২১ জুন ২০২৪ ০৯:৩১
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০২:১৯

অস্ট্রেলিয়াকে রানের ১৪০ টার্গেট দিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে৮ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে টাইগাররা। হ্যাটট্রিক করেন প্যাট কামিন্স।
অ্যান্টিগার নর্থ সাউন্ডে শুক্রবার (২১ জুন) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া।
সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ইনিংসের শুরুতেই ওপেনার তানজিদ তামিমকে হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই স্টার্কের বলে বোল্ড হয়ে ফিরেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে ৫৮ রান তোলে জাম্পার বলে বোল্ড হন লিটন দাস। লিটন দাসের ব্যাট থেকে আসে ২৫ বলে ১৬ রান।
পরের ওভারে সাজঘরের পথ ধরেন চারে নামা রিশাদ। ১৩ তম ওভারে জাম্পার বলে এলবিডব্লু হয়ে ফেরার আগে অধিনায়ক শান্ত করেন ৩৬ বলে ৪১ রান। তাওহিদ হৃদয় করেন ৪০ রান। শেষদিকে তাসকিন ৭ বলে ১৩ রান করলে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করে বাংলাদেশ।
কামিন্স ৩ উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন। অ্যাডাম জাম্পা নেন ২টি উইকেট। স্টার্ক, স্টয়নিস ও ম্যাক্সওয়েল নেন ১টি করে উইকেট
বাংলাদেশ একাদশ :
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ,মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব।
অস্ট্রেলিয়া একাদশ:
মিচেল মার্শ (অধিনায়ক), প্যাট কামিন্স, টিম ডেভিড, জশ হ্যাজেলউড, ট্রেভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: