দক্ষিণ আফ্রিকার জয়ে আবেগে ভাসছেন সাবেকরা
প্রকাশিত:
২৭ জুন ২০২৪ ১৩:২৩
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০২:২৮

দক্ষিণ আফ্রিকা, বিশ্ব ক্রিকেটের বড় নাম হয়েও এখনো যাদের বিশ্বকাপ শিরোপা অধরা। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সাতবার সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল। এ জন্য বিশ্ব ক্রিকেটে তাদের নামই হয়ে গেছে ‘চোকার্স’। অষ্টমবারে এসে সেমিফাইনাল ফারা কাটিয়ে ফাইনালে পৌঁছে গেছে মার্করামের দল।
ত্রিনিদাদে আফগানিস্তানকে রীতিমতো বিধ্বস্ত করে ফাইনালে পা রাখল দক্ষিণ আফ্রিকা। প্রথমবার বিশ্বকাপ ফাইনালে ওঠায় দেশটির সাবেক ক্রিকেটাররাও ভাসছেন আবেগে।
ম্যাচ জয়ের পর সাবেক প্রোটিয়া পেসার ডেল স্টেইন তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘এখন খুবই আবেগময় সময়। আমরা ফাইনালে।
’
আরেক সাবেক প্রোটিয়া অধিনায়ক স্মিথ পর পর দুটি পোস্ট দেন, একটিতে লেখেন, ‘আমরা ফাইনালে।’
আরেকটিতে লেখেন, ‘এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না এইডেন মার্করাম ও তার দলের জন্য। আর কেবল এক ম্যাচ।’
আগামী ২৯ জুন বিশ্বকাপের ফাইনালে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার জয়ী দলের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: