সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


গুপ্তচরবৃত্তি : ফিফার শাস্তির বিরুদ্ধে আপিল করল কানাডা


প্রকাশিত:
৩০ জুলাই ২০২৪ ১৩:৫২

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৫০

ছবি : সংগৃহীত


অলিম্পিকে ড্রোন ব্যবহার করে গুপ্তচরবৃত্তির অভিযোগে কানাডার ছয় পয়েন্ট কেটে নেয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবার ফিফার সেই শাস্তির বিরুদ্ধে তাই আপিল করল কানাডা। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) গত রাতে কানাডার আপিলের কথা নিশ্চিত করেছে।

সিএএস এক বিবৃতিতে জানিয়েছে, পয়েন্ট কেটে নেওয়ার শাস্তি পুরোপুরি বাতিল করা অথবা শাস্তি কমানোর কথা বলছে কানাডা।

কানাডা সকার অ্যাসোসিয়েশন (সিএসএ) এক বিবৃতিতে বলেছে, ‘কানাডিয়ান অলিম্পিক কমিটি ও কানাডা সকার ফিফার ৬ পয়েন্ট কেটে নেওয়ার বিরুদ্ধে আপিল করেছে। আমাদের মনে হয়েছে, খেলোয়াড়দের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে, যারা এসব কাজে জড়িত নয়। অলিম্পিক গেমসের প্যারিসে ক্রীড়া আদালতের অ্যাড হক ট্রাইবুনালে আপিলের আবেদনপত্র জমা দেওয়া হয়েছে।’

গুপ্তচরবৃত্তির ঘটনায় কানাডার ৬ পয়েন্ট কেটে নেওয়ার পাশাপাশি কোচ বেভ প্রিস্টম্যানকে এক বছর নিষিদ্ধ ও ২ লাখ ২৬ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ফিফা।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top