ইমরুলের পর বিসিবিকে নিয়ে ক্ষোভ ঝাড়লেন রুবেল
প্রকাশিত:
৭ আগস্ট ২০২৪ ১৫:৩১
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০২:১২

ইমরুল কায়েসের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি ক্ষোভ ঝেড়েছেন আরেক ক্রিকেটার রুবেল হোসেন। একইসাথে তিনি ক্রিকেট বোর্ডের রদবদলের দাবি জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার এক পোস্টে রুবেল বলেন, গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম বলতেছে দেশে সুশাসন চায়। শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারণে অসংখ্য ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দেয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালা বদল দেখে রঙ বদলানোর চেষ্টায় আছে।
শুধু তা-ই নয়, কোচের রদবদল চেয়ে বলেছেন, একইভাবে চন্ডিকা হাতুরুসিংহেসহ তার অবৈধ কাজে সহায়তা করে দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের অন্তত আর কোনো দায়িত্বে দেখতে চাই না।
এর আগে ব্যাটার ইমরুল কায়েস বিসিবি কর্মকর্তাদের পদত্যাগ চেয়ে বলেছেন, ‘সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সবাই জানেন। কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা। শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম সম্মান দেখানো হয় না।’
এরপর ইমরুল বোর্ড কর্মকর্তাদের পদত্যাগের অনুরোধ জানিয়ে তিনি লিখেন, ‘আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে দেয়ার আপনাদের আর কিছু নেই। তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ। তারাই এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট। ইনশাআল্লাহ।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: