বাংলাদেশের মনন রেজার কাছে ইসরায়েলের গ্র্যান্ডমাস্টারের হার


প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৫২

আপডেট:
১২ মার্চ ২০২৫ ২১:৩৭

মনন রেজা নীড়

 

হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত দাবা অলিম্পিয়াডের ওপেন বিভাগে বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় প্রতিপক্ষ ছিল ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার ইদো গোর্স্টিনকে হারিয়েছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) ৪৫তম দাবা অলিম্পিয়াডের ১০তম রাউন্ডে ১৪ বছর বয়সী নীড় এ বিজয় অর্জন করেছেন। এই নিয়ে আসরে ৪র্থ জয় পেলেন মনন।

ফিদে মাস্টার মনন রেজা নীড় বাংলাদেশের দাবার অন্যতম প্রতিভা। প্রথমবার অলিম্পিয়াডে সুযোগ পেয়ে তিনি নিজের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। এবার ইসরায়েলের গ্রান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে (২৫৪৩ রেটিং) হারিয়ে চমক দেখিয়েছেন তিনি। নীড় এর আগে দলের পরাজয় সত্ত্বেও ৪র্থ রাউন্ডে ফরাসি জিএম মার্ক’আন্দ্রিয়া মাউরিজির সঙ্গে ড্র করেছিলেন। 

শুক্রবার রাতে এই রাউন্ডের আগে শিরোনামে আসেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে দেশটির গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানান তিনি। ফলে ৪ বোর্ডের মধ্যে ৩ বোর্ডে খেলা হয়েছে।

৪র্থ বোর্ডে তাহসিন তাজওয়ার জিয়া প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি সেই অর্থে। ১ম বোর্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান খানিকটা লড়াই করে হেরেছেন। ফাহাদ গতকাল ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করলে জিএম নর্ম পেতেন। ওপেন বিভাগে বাংলাদেশ ৩-১ গেম পয়েন্টে হারে। 

অন্যদিকে, নারী বিভাগে নরওয়ের সঙ্গে বাংলাদেশ দল হারে ৩.৫-০৫ গেম পয়েন্টে। টানা ৬ বোর্ড জেতার পর ৮২ বছর বয়স্ক আন্তর্জাতিক নারী মাস্টার রানী হামিদ গতকালই মনিকা মাচলিকের কাছে প্রথম হেরেছেন। 

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top