অবশেষে সেজসনি যুক্ত হলেন বার্সেলোনায়!


প্রকাশিত:
৩ অক্টোবর ২০২৪ ০৮:২২

আপডেট:
১২ মার্চ ২০২৫ ২১:৪৯

ভয়চিয়েখ সেজসনি

 

জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অবসর ভেঙে বার্সেলোনায় যোগ দিলেন পোলিশ গোলরক্ষক ভয়চিয়েখ সেজসনি। এ বছর মৌসুমের বাকি সময়টুকুর জন্য বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

বুধবার (২ অক্টোবর) এক বিবৃতিতে সেজসনিকে দলে ভেড়ানোর খবর প্রকাশ করে বার্সেলোনা।

২০০৯ সালে ১৬ বছর বয়সে নিজ শহর ওয়ারশ ছেড়ে আর্সেনালের জার্সিতে পেশাদার ফুটবল শুরু করেন সেজসনি। সেখান থেকে এক মৌসুম ব্রেন্টফোর্ডে ও দুই মৌসুমে রোমায় ধারে খেলেন তিনি। এরপর ২০১৭ সালে পাড়ি জমান ইতালিতে।

ইংল্যান্ডে থাকাকালে আর্সেনালের হয়ে দুটি এফএ কাপ ও একটি কমিউনিটি শিল্ড জিতেছেন এই গোলরক্ষক। এর মাঝে ২০১৪-১৫ মৌসুমে প্রিমিয়ার লিগের মৌসুমসেরা গোলরক্ষক হিসেবে “গোল্ডেন গ্লাভস” জেতেন তিনি।

তবে ক্যারিয়ারের সেরা সময় তার কাটে জুভেন্টাসে। তুরিনের ক্লাবটির হয়ে টানা তিন সেরি-আসহ আরও ৫টি ট্রফি জিতেছেন তিনি; হয়েছেন লিগসেরা গোলরক্ষকও।

ওল্ড লেডিদের সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকলেও পারস্পরিক সমঝোতার মাধ্যমে গত মৌসুম শেষে তিনি জুভেন্টাস ছেড়ে অবসরে যান। এরপর পোল্যান্ডের জার্সিতে ইউরো খেলে গত মাসে তিনি পেশাদার ফুটবলকে পুরোপুরি বিদায় জানান।

এদিকে, লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে বার্সেলোনা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের মৌসুম শেষ হয়ে গেলে তার বিকল্প খুঁজছিল কাতালান ক্লাবটি। সে সময় অবসর ভেঙে বার্সেলোনার গ্লাভস পরতে চেয়েছিলেন ক্লাবটির সাবেক গোলররক্ষক ক্লাউদিও ব্রাভো। এমনকি সাবেক রিয়াল মাদ্রিদ গোলরক্ষক কেইলর নাভাসও পরতে চেয়েছিলেন ব্লাউগ্রানাদের জার্সি। তবে সেজসনিকেই বেছে নিয়েছে বার্সেলোনা।

৩৪ বছর বয়সী এই গোলরক্ষককে অবসর থেকে ফেরাতে কার্যকর ভূমিকা পালন করেছেন বার্সেলোনায় খেলা তার পোলিশ সতীর্থ রবের্ট লেভানডোভস্কি।

তবে বার্সেলোনায় যোগ দিলেও একাদশের নিয়মিত মুখ হওয়াটা সহজ হবে না সেজসনির। রীতিমতো যোগ্যতা প্রদর্শন করেই একাদশে জায়গা করে নিতে হবে অভিজ্ঞ এই গোলরক্ষকের।

টের স্টেগেনের অনুপস্থিতিতে বর্তমানে বার্সেলোনার গোলমুখ সামলাচ্ছেন তরুণ স্প্যানিশ গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া। এর আগে, বার্সা বস হান্সি ফ্লিকও পেনিয়ার ওপর আস্থার রাখার কথা জানিয়েছেন। ফলে প্র্যাক্টিস ও ট্রেনিং সেশনগুলোতে পেনিয়ার চেয়ে ভালো পারফর্ম করে তবেই একাদশে সুযোগ পেতে হবে এই পোলিশ গোলরক্ষককে।

চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর গতরাতে ইয়াং বয়েজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্লিকের শিষ্যরা। তাদের পরবর্তী ম্যাচ লা লিগায় আগামী ৬ অক্টোবর। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে দেপর্তিভো আলাভেসের বিপক্ষে ওইদিন সবশেষ মাঠে নামবে কাতালুনিয়া জায়ান্টরা।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top