সৌদি আরবে ২০৩৪ বিশ্বকাপ, ২০৩০ বিশ্বকাপ হবে ৩ মহাদেশে
প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২৪ ২০:২৫
আপডেট:
১২ মার্চ ২০২৫ ২২:০৬

একসঙ্গে দুটি বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আনুষ্ঠানিকভাবে ফিফা জানিয়েছে, ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হয়েছে সৌদি আরব। আর ২০৩০ বিশ্বকাপে মূল আয়োজক হিসেবে থাকবে স্পেন, পর্তুগাল ও মরক্কো।
এছাড়া ফিফা বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে টুর্নামেন্টের শুরুতে একটি করে ম্যাচ আয়োজন করবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।
বুধবার (১১ ডিসেম্বর) বিশেষ ভার্চুয়াল কংগ্রেসের পর ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই সিদ্ধান্ত ঘোষণা করেন। দুইটি বিশ্বকাপ আয়োজনের জন্য মাত্র একটি করে বিড করা হয়েছিল। এবং দুটিতেই সায় দেওয়া হয়েছে।
২০৩০ বিশ্বকাপে ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা- তিনটি মহাদেশ আয়োজকের দায়িত্ব পালন করবে। এর আগে সর্বোচ্চ তিনটি দেশ (২০২৬) দায়িত্ব পেলেও, এবারই প্রথম একাধিক মহাদেশে ম্যাচ হতে দেখা যাবে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: