প্রিমিয়ার লিগে টানা ৮ম জয়
ইনফর্ম ফুটবল ক্লাব তালিকায় বিশ্বে ৯ নম্বরে বাংলাদেশের মোহামেডান
প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৫ ২১:১৪
আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:২০

৮ ম্যাচ, ৮ জয়! গোল করেছে ২১টি, খেয়েছে মাত্র ৩টি। কী দুর্ধর্ষ ফর্মে আছে মোহামেডান!
মোহামেডানের এমন অসাধারণ পথচলা বাংলাদেশের লিগে তো তাদের এগিয়ে রাখছেই, ফুটবলবিষয়ক বিখ্যাত ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তালিকা জানাচ্ছে, পুরো বিশ্বের সব লিগ মিলিয়েও ফর্মের হিসেবে মোহামেডান আছে তালিকার ৯ নম্বরে!
যে তালিকার সেরা ১০০-তে রেয়াল মাদ্রিদ আর বার্সেলোনার মতো দলের খোঁজ নেই, ইউরোপের সেরা পাঁচ লিগ থেকেই যে তালিকায় ইতালির আতালান্তা ছাড়া আর কোনো দল নেই, সেই তালিকায় মোহামেডান কিনা ৯ নম্বরে!
সব ম্যাচেই যেহেতু জিতেছে, সেহেতু বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই মুহূর্তে ২৪ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে তো আলফাজ আহমেদের অধীন দলটিরই থাকার কথা। কতটা ভয়ংকর হয়ে উঠেছে মোহামেডান, সেটার সাক্ষ্য দিতে পারে দুই নম্বরে থাকা আবাহনীর সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান। প্রিমিয়ারে জয়রথ ধরে রেখে শুক্রবার (১৭ জানুয়ারি) ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে দলটি।১ ম্যাচ কম খেলা আবাহনী এখন ৮ পয়েন্টে পিছিয়ে!
আর তালিকা প্রসঙ্গে জানা যায়, ট্রান্সফারমার্কেটে বিশ্বের সবচেয়ে ‘ইন-ফর্ম’ দলের তালিকা যেকোনো সময়েই চাইলে খুঁজে নেওয়া যায়। বিশ্বের সব দেশের প্রথম স্তরের লিগে চাইলে সর্বশেষ ৫ ম্যাচ, ১০ ম্যাচ, ১৫ ম্যাচ, ২০ ম্যাচ কিংবা চাইলে পুরো মৌসুমের হিসেব ধরে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দলের তালিকা করা যায়। তালিকাটা ১০ ম্যাচ ধরে করে নিজেদের ফেসবুক পেইজে প্রকাশ করেছে। আর পোস্টটা তাদের পেইজের বাংলাদেশ কিংবা উপমহাদেশ অংশেই প্রচার করেছে ট্রান্সফারমার্কেট।
সুদিন তবে ফিরল! একসময় ঢাকার ফুটবল শাসন করত ঢাকা আবাহনী-মোহামেডান। কালক্রমে সে জায়গা নিয়েছিল নতুন দুয়েকটি ক্লাব। আর এভাবেই এবার পুরোনো সেই সুখস্মৃতি ফিরিয়ে আনার ইঙ্গিত দিচ্ছে মোহামেডান।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: