মাইকেল ক্লার্ক এবার অস্ট্রেলিয়ার হল অব ফেমে


প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৫ ১৪:৩৩

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:৩৩

ছবি : সংগৃহীত

লিজেন্ড হিসেবেই অস্ট্রেলিয়ান ক্রিকেট ছেড়েছিলেন মাইকেল ক্লার্ক। এবার তার আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়ার হল অব ফেমেও জায়গা করে নিয়েছেন সাবেক অধিনায়ক।

৪৩ বছর বয়সী সাবেক অজি অধিনায়ককে এই সম্মাননা দেওয়া হয়েছে বৃহস্পতিবার। অথচ ক্যারিয়ারকে বিদায় বলেছেন প্রায় এক দশক হয়েছে। ক্লার্ক হল অব ফেমে ৬৪তম ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন। এই মৌসুমে আরও দু’জন তাতে যুক্ত হবেন।

১৭ বছর বয়সে নিউ সাউথ ওয়েলসের হয়ে প্রথম শ্রেণিতে অভিষেকের পর ক্লার্ক অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতান ২০১৫ সালে। তাছাড়া অজিদের ৪৭ টেস্টেও নেতৃত্ব দেন তিনি।

সব মিলে ক্লার্ক টেস্টে সংগ্রহ করেছেন ৮ হাজার ৬৪৩রান। অস্ট্রেলিয়ার সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় যা ষষ্ঠ। ওয়ানডেডের তালিকাতেও তার অবস্থান চার নম্বরে। অজিদের হয়ে ওয়ানডেতে সংগ্রহ করেছেন ৭ হাজার ৯৮১।

ওয়ানডে ক্যারিয়ারের শুরুতে আলো ছড়ানো ক্লার্ক নিজের প্রথম তিন ইনিংসে একবারও আউট হননি। টেস্টে ২০০৪ সালে অভিষেক করেন ভারত সফরে। বেঙ্গালুরুতে অভিষেকে খেলেছেন ১৫১ রানের ইনিংস। হন ম্যাচসেরা। ২০১৫ সালের অ্যাশেজে হারার পরই তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান।

হল অব ফেমে জায়গা পেয়ে নিজের প্রতিক্রিয়ায় ক্লার্ক বলেছেন, ‘অসাধারণ সব ক্রিকেটারের পাশে বসতে পারা দারুণ সম্মানের। বিশেষ করে যাদের অনেকেই আমার আদর্শ, ছেলেবেলা থেকে যাদের মতো হতে চেয়েছি।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top