চ্যাম্পিয়ন্স লিগ নয়, বার্সা কোচের কাছ সবচেয়ে গুরুত্বপূর্ণ লা লিগার শিরোপা


প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৫ ১৩:০৭

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:২১

ফাইল ছবি

চলতি মৌসুমে এখনও পর্যন্ত লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগেই বার্সেলোনার পারফরম্যান্স বেশি ধারাবাহিক। লিগে তারা রেয়াল মাদ্রিদের চেয়ে পিছিয়ে পড়েছে অনেকটা। তবে হান্সি ফ্লিকের চোখ লিগ শিরোপাতেই। চ্যাম্পিয়ন্স লিগকে তিনি সবচেয়ে কঠিন টুর্নামেন্ট মনে করেন বটে, তবে বার্সেলোনা কোচের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি লা লিগা।

লা লিগায় এক পর্যায়ে দারুণ খেলে গোলের বন্যায় প্রতিপক্ষদের ভাসিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল বার্সেলোনা। তিনে নেমে গিয়েছিল রেয়াল মাদ্রিদ। এখন বদলে গেছে ছবি। ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে বর্তমান চ্যাম্পিয়নরা। বেশ কয়েক ম্যাচে হোঁচট খেয়ে বার্সেলোনা তিনে নেমে গেছে চিরপ্রতিদ্বন্দ্বিদের সাত পয়েন্ট পেছনে থেকে।

উল্টো ছবি চ্যাম্পিয়ন্স লিগে। সাত ম্যাচের ছয়টি জিতে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। ৩২ দলের আসরে শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোয় খেলা নিশ্চিত করে ফেলেছে তারা। বুধবার আতালান্তার বিপক্ষে হারলেও এখানে বদল আসবে না।

তবে এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্লিক বললেন, লা লিগার শিরোপা ঘিরেই তার বেশি মনোযোগ।

“আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লা লিগা জয় করা। মৌসুমজুড়েই আমরা এই প্রত্যাশায় ছুটতে পারি।”

“অবশ্যই অন্য অনেক প্রতিযোগিতা আছে, যেমন সুপার কাপ, কোপা দেল রে…চ্যাম্পিয়ন্স লিগ তো আছেই, যেটা জয় করা সবচেয়ে কঠিন, কারণ দুর্দান্ত অনেক দল এখানে লড়াই করে। এখানে আপাতত আমাদের লক্ষ্য দ্বিতীয় স্থানে থেকে প্রথম পর্ব শেষ করা, যাতে পরের ধাপের জন্য ভালো অবস্থায় থাকতে পারি।”

চ্যাম্পিয়ন্স লিগে এবার আতালান্তার পারফরম্যান্সও দারুণ। সাত ম্যাচের স্রেফ একটি হেরেছে তারা। ১৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ইতালিয়ান ক্লাবটি।

বার্সেলোনা যদিও নিজেদের মাঠে খেলবে, তবে এই ম্যাচে কঠিন পরীক্ষা অপেক্ষায় বলেই মনে করেন ফ্লিক।

“ইতালিয়ান দলগুলির সঙ্গে খেলা সবসময় কঠিন, কারণ তরা রক্ষণে দুর্দান্ত। মাঠজুড়ে তারা একজনের বিপক্ষে আরেকজনকে রেখে দেয়। আক্রমণ গড়ে তোলার সবসময় চাপে থাকতে হয় এবং যখন তারা বল পায়, খুব দ্রুত ছুটতে পারে। সবসময় প্রথম স্পর্শের ওপর নির্ভর করে তারা। এটির জন্য প্রস্তুত থাকতে হবে।”


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top