বিপিএলের শেষ চারে চিটাগং কিংস


প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২৫ ১৭:৫৬

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:২৩

ছবি, ফেসবুক থেকে

বরিশাল, রংপুরের পর বিপিএলের নক-আউট রাউন্ডের শেষ চারে নিশ্চিত করেছে চিটাগং কিংস। গতকাল সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে ৯৬ রানে হারিয়েছে তারা।

এর আগে সুপার ফোরে খেলা নিশ্চিত হয়েছে রংপুর রাইডার্সের। টানা আট ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি এখন শঙ্কায় দ্বিতীয় স্থান ধরে রাখা নিয়ে। দুর্বার রাজশাহীর কাছে দুই ম্যাচে হারের পর গতকাল খুলনা টাইগার্সের কাছেও পরাজিত হলো দলটি।

গতকাল ৪৬ রানে হেরে খুলনাকে দিয়েছে সুপার ফোরের লাইফলাইন। রংপুর লিগ পর্ব শেষ করেছে ১৬ পয়েন্টে। ১১ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া খুলনার শেষ ম্যাচ শনিবার ঢাকা ক্যাপিটালের বিপক্ষে। ছন্দে থাকা খুলনা শেষ ম্যাচ জিতে গেলে রান রেটে এগিয়ে থেকে সুপার ফোরে খেলবে। সে ক্ষেত্রে বাদ পড়বে দুর্বার রাজশাহী। আর চিটাগংয়ের জয়ে আরেকটি সমীকরণ সামনে এসেছে। তা হলো, লিগের শেষ ম্যাচে বরিশালকে হারাতে পারলে রান রেটের জোরে দ্বিতীয় স্থানে থেকে প্রথম কোয়ালিফায়ারে খেলতে পারবে। সে ক্ষেত্রে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বরিশাল হবে তাদের প্রতিপক্ষ।

গতকাল দিনের প্রথম ম্যাচে নাঈম ইসলামের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২২০ রান করে খুলনা। ৬৬ বলে ১১১ রানে অপরাজিত নাঈম। জবাবে সৌম্যর ৭৪ রানে ৯ উইকেটে ১৭৪ রান করে রংপুর। এদিকে দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে ৮ উইকেটে ১৯৬ রান করে চিটাগং। খাজা নাফায়া ৫২ ও মোহাম্মদ মিঠুন ৫২ রান করেন। তানজিম হাসান সাকিব নেন তিন উইকেট। জবাবে শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ চারটি করে উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top