সন্তোসে প্রত্যাবর্তনে ম্যাচসেরা নেইমার


প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৪

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৯

সংগৃহীত

ইউরোপিয়ান ও সৌদি আরব ফুটবলে ঘুরে এসে সান্তোসে প্রত্যাবর্তন হয়েছে নেইমারের। প্রত্যাবর্তনে ম্যাচসেরা হয়েছেন এই ফরওয়ার্ড। এরপর সেরা ছন্দে ফেরার জন্য আরও সময় চেয়েছেন তিনি।

নেইমারের দ্বিতীয় অভিষেকে ব্রাজিলিয়ান পাউলিস্তা চ্যাম্পিয়নশিপে বোতাফোগোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সান্তোস। ১০ নম্বর জার্সি পরে দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি হিসেবে মাঠে নামনে নেইমার। চমকপ্রদ পারফরম্যান্সে ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে পারেননি। দু একবার তার পায়ে ঝলক দেখা যায়। গোলের সুযোগ তৈরি করলেও সফল হতে পারেননি। মূলত ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকায় নিজের চেনা রূপ দেখাতে পারেননি সাবেক আল হিলাল তারকা।

সান্তোসকে জেতাতে না পারলেও ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড়দের ভালোবাসায় সিক্ত হন নেইমার। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি সান্তোসকে প্রচন্ড ভালোবাসি। যখন মাঠে নামি ওই সময়ের অনুভূতি কোনোভাবেই প্রকাশ করতে পারব না। ম্যাচটি আমার জন্য খুবই কঠিন ছিল। আমার বাবা মাঠে ছিলেন। তাকে আগেই বলেছি, ম্যাচটি সহজ হবে না। আমাকে ধৈর্য ধরতে হবে এবং অনুশীলন করে যেতে হবে। আরও বেশি ম্যাচ খেলতে হবে। আমার মনে হয়, ৪-৫টি ম্যাচ খেললে ভালো অনুভব করব।’

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top