বাংলাদেশের বিশ্বকাপ জার্সি নিয়ে নেটিজেনদের ক্ষোভ


প্রকাশিত:
২৯ এপ্রিল ২০১৯ ১৬:২৬

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৫:১৯

বাংলাদেশের বিশ্বকাপ জার্সি নিয়ে নেটিজেনদের ক্ষোভ

আগামী ৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে পর্দা উঠছে বিশ্বকাপ ক্রিকেটের। ১২তম আসরকে সামনে রেখে এরইমধ্যে স্কোয়াড ঘোষণা এবং জার্সি উন্মোচন করেছে দলগুলো। পিছিয়ে নেই বাংলাদেশও। 



দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতে জার্সি তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।



মাশরাফিদের বিশ্বকাপ জার্সির রঙ পুরোটাই সবুজ। কলার ও জার্সির নিচের দিকের কিছুটা অংশ গাঢ় সবুজ। ট্রাউজারের রঙও গাঢ় সবুজ। উন্মোচন করা হয়েছে ঠিকই তবে সেই জার্সি নিয়ে ক্ষোভের শেষ নেই নেটিজেনদের।



সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ দেখা গেছে নেটিজেনদের। জার্সির পক্ষে বিপক্ষে মত দিয়েছেন তারা।



অভিনেতা শিমুল খান ফেসবুকে লেখেন, 'তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় গর্বের জাতীয় পতাকা লাল-সবুজ সংমিশ্রিত মনোমুগ্ধকর অসাধারণ নকশাটি বাদ দিয়ে, উল্টো আমাদের হৃদয়ে চির-ঘৃণিত পাকিস্তানের পতাকার রঙে বাংলাদেশ ক্রিকেট দলের নতুন জার্সির এই ডিজাইন করার জন্য।



এফআই দীপু লিখেন, 'রং সমন্বয়ে বিশ্বকাপগামী বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি ও পাকিস্তানের পতাকার মধ্যে তফাৎ শুধু একটি চাঁদ-তারা। বাংলাদেশের টকটকে লাল সূর্যটাকে চিবিয়ে খেল কারা?'



এদিকে বিদ্যুৎ বড়ুয়া ফেসবুকে লিখেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। বিশ্বকাপের জার্সিতে রক্ত লাল রং কে খুঁজে পায় না।



জহিরুল ইসলাম হিরুণ লিখেন, সবুজ আছে লাল গেল কই?



মজনু মিজান লিখেছেন, 'বাংলাদেশের জার্সিতে লাল চাই, কোন গল্প বুঝি না।'



রওনক হাসান লিখেন, প্রথমে তালিয়া ফের...বাংলাদেশ ক্রিকেট দলের নতুন জার্সি। এটা কি বাংলার সবুজ? নাকি পাকি সবুজ???? সবুজের মাঝে লাল কোথায়? নাহ এই সবুজে লাল মানায় না একটা চাঁদ-তারা এঁকে দিলে ভালো হতো।



অন্যদিকে রবিউল ইসলাম জীবন লিখেছেন, 'জার্সির ডিজাইন ভালো হয়নি' এটা বলতেই পারেন। তাই বলে নিজ দশকে পাকিস্তান কিংবা অ্যায়ারল্যান্ডের সঙ্গে তুলনা এ কেমন কথা! এটা মানতে পারছি না। অনেকেই জার্সির জন্য পুরো দলকে ছোট করছেন। এটা কেমন ঈমান ভাই। নিজ দেশের ভুল-ক্রটি মানুষ আড়াল করে। আমরা কিনা মাইক বাজিয়ে বিশ্বকে জানাচ্ছি। বাহ! বাহ! বাহ! 



মোহাম্মদ লাজুল হক লিখেছেন, জার্সির কালারটা লাল রং হতে পরাতো। লাল সবুজ জার্সিটারে শুধু সবুজ করে পাকিস্তানের জার্সি বানিয়ে ফেলেছে পুরাই।



বিডি প্রতিদিন


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top