দর্শককে ঘুষি মেরে তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার
প্রকাশিত:
১১ মে ২০১৯ ০৬:৪২
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৪:২৪

চ্যাম্পিয়নস লিগে রেফারিকে গালি দেওয়ায় কিছুদিন আগে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন নেইমার। সেই শাস্তির রেশ না কাটতেই এবার নতুন করে নিষেধাজ্ঞা পেলেন প্যারিস সেইন্ট জার্মেই তারকা। ফ্রেঞ্চ কাপের ফাইনালে প্রতিপক্ষ দলের এক সমর্থককে ঘুষি দেওয়ায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ব্রাজিলিয়ান এ তারকা। একই সঙ্গে তাকে দুই ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞার শাস্তিও দেওয়া হয়েছে।
সময়টা মোটেও ভালো যাচ্ছে না নেইমারের ।চোটের জন্য এবার মৌসুমের লম্বা একটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। কদিন আগে ফ্রেঞ্চ কাপের ফাইনালে মাঠে নেমে আরেক অঘটনের জন্ম দিয়েছেন তিনি। মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় রেনের একজন ভক্ত কিছু একটা জিজ্ঞেস করেন তাঁকে। নেইমার ক্ষেপে গিয়ে বেশ জোরেশোরেই ধাক্কা দেন তাঁকে, প্রায় ঘুষির মতোই। সেই ভিডিও এরপর ভাইরাল হয়ে গিয়েছিল সবখানেই। সে ঘটনার জন্য তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি।
ফ্রেঞ্চ কাপের ফাইনালে রেনের কাছে টাইব্রেকারে গিয়ে শেষ পর্যন্ত হেরেছিল পিএসজি। সেই হতাশা থেকেই ম্যাচ শেষে ওই কাণ্ড বোধ হয় করে বসেছিলেন নেইমার। যার মানে এই মৌসুমে পিএসজির বাকি যে তিন ম্যাচ আছে, তাতে আর মাঠে নামতে পারছেন না। লিগ অবশ্য এর মধ্যেই জিতে গেছে পিএসজি। ক্লাবের চিন্তা বাদ দিয়ে এবার ব্রাজিলে কোপা আমেরিকার জন্য প্রস্তুতি নিতে হবে ক্লাব ফুটবলের সবচেয়ে দামি এ তারকাকে।
তবে নেইমারের সদ্য পাওয়া এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: