খেলবে টাইগার, জিতবে টাইগার’ বিশ্বকাপে বাংলাদেশের থিম সং


প্রকাশিত:
২৬ মে ২০১৯ ০৬:৫১

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৪:৩২

খেলবে টাইগার, জিতবে টাইগার’ বিশ্বকাপে বাংলাদেশের  থিম সং

আর মাত্র ৪ দিন। তারপরই মাঠে গড়াবে বিশ্বকাপ। তবে তার আগে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ দল। আগামীকাল রবিবার (২৬ মে) বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি।



তবে টাইগাররা মাঠে নামার আগে প্রকাশ হয়েছে বাংলাদেশ দলের বিশ্বকাপ থিম সং ‘খেলবে টাইগার, জিতবে টাইগার’। 



বিশ্বকাপে নিজের দেশকে শুভকামনা জানাতে থিম সংয়ের সংস্কৃতি বেশ পুরনো। ১৯৯৯ সালে বাংলাদেশ দল যখন প্রথম বিশ্বকাপে অংশ নেয় তখন সবার কন্ঠে বাজে ‘গুডলাক বাংলাদেশ গুডলাক’। গত বিশ্বকাপে থিম সং ছিল ‘চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে।’ 



সবার মুখে মুখে ঘুরছে একটি লাইন। লাইফবয়ের বিজ্ঞাপনের ট্যাগলাইনটি রেখেই বিশ্বকাপের থিম সং বানিয়েছে বাংলাদেশ। জাতীয় দলের পৃষ্ঠপোষক ইউনিলিভার তাদের পন্য লাইফবয়ের ব্র্যান্ডিং করছে এবারের বিশ্বকাপে।



বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রতিনিধি ১৫ ক্রিকেটার। তাদের সঙ্গে যে সবাই আছে সেটি নিয়েই করা হয়েছে থিম সং। যে কারনে মিউজিক ভিডিওতে রাখা হয়েছে নানা শ্রেনীর মানুষকে। ক্রিকেট দলকে ঘিরে বাংলাদেশের মানুষের উন্মাদনার আর প্রত্যাশার চিত্র তুলে ধরা হয়েছে আড়াই মিনিটে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top