নিউজিল্যান্ডের বিপক্ষে লজ্জার হারে লণ্ডভণ্ড ভারত
প্রকাশিত:
২৬ মে ২০১৯ ১৮:২৯
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৪:৪২

দলীয় ৩ রানে প্রথম উইকেট, ১০ রানে দ্বিতীয় উইকেট, ২৪ রানে তৃতীয় উইকেট, ৩৯ রানে চতুর্থ উইকেট, ৭৭ রানে পঞ্চম, ৮১ রানে ষষ্ট ও ৯১ রানে সপ্তম উইকেটের পতনের পর স্কোরটাকে কতটাই আর টেনে নেয়া যায়। বড় জোর না হয় ১১০-১২০ রান। বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে এমনই ছন্দছাড়া ছিল ভারতের ব্যাটিং। তবে অষ্টম এবং নবম উইকেট জুটিতে লজ্জাটা কিছু কম পেয়েছে বিশ্বকাপের হট ফেবারিট দলটি।
শনিবার লন্ডনের ওভাল ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে শুরু করে বিরাট কোহলির দল। এমনকি রোহিত শর্মা, শেখর ধাওয়ান কিংবা মাহেন্দ্র সিং ধোনির মতো ব্যাটসম্যানরাও বিপর্যয় কাটাতে পারেননি। পারেননি দলকে খাদের কিনার থেকে তুলে আনতে।
তবে মান যেটুকু বাঁচিয়েছেন সে কেবল রবীন্দ্র জাদেজা। তার করা ৫০ বলে ৫৪ রানের লড়াকু ইনিংসে ভর করেই দেড়শো পেরোয় ভারত। তবে ৬ উইকেটে বড় হারের লজ্জা নিয়ে প্রস্তুতির প্রথম ম্যাচটা শেষ করতে হলো রবি শাস্ত্রীর শিষ্যদের।
নিউজিল্যান্ডের হয়ে টেন বোল্ট ৩৩ রানে ৪টি ও জিমি নিশাম ২৬ রানে তিনটি উইকেট নেন।
৩৯.২ ওভারে ১৭৯ রানে অলআউট হওয়ার ভারতের সামনে লড়াই করার পুঁজি বলতে তেমন কিছুই ছিল না। তারপরও দলীয় ৮ রানে কিউই অপেনার কলিং মুনরোকে ফিরিয়ে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার আভাস দেন জাসপ্রিত বুমরা। এর পর দলীয় ৩৭ রানে ২২ করা মার্টিন গাপটিলকে ফেরান হার্ডিক পান্ডিয়া।
তবে তৃতীয় উইকেটে অধিনায়ক কেন উইলিয়ামসন (৬৭) ও রস টেইলর (৭১) মিলে ১১৪ রানের জুটি গড়লে ম্যাচ থেকে ছিটকে পড়ে ভারত।
আগামী ২৮ মে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া। আগামীকাল রবিবার বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তানের কাছে হেরে যাওয়া পাকিস্তান।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: