বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কিভাবে দেখবেন?
প্রকাশিত:
৩০ মে ২০১৯ ০৭:৩৮
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৪:৪০

আর মাত্র কয়কে ঘন্টা পরেই পর্দা উঠবে আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসরের। অভিজাত ক্রিকেটের জমকালো আয়োজন শুরু হবে বুধবার (২৯ মে) রাতে। প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে চলবে ক্রিকেটের সর্বোচ্চ আসরের এবারের আসরের।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লন্ডনের কেনিংটন ওভালে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সাড়ে তিনটায় মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
এবারের বিশ্বকাপ শুরু হচ্ছে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়েই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে থাকছে জমকালো উদ্বোধনী আয়োজন। বুধবার লন্ডনের ‘দ্য মলে’ বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে। দেখানো হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন (জিটিভি) ও মাছরাঙা ও স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আইসিসি ক্রিকেট প্রেমীদের জন্য যা আয়োজন করছে সেগুলো তুলে ধরা হলো
ড্রাম অ্যান্ড বেস ব্যান্ড রুডিমেন্টালের পারফর্ম করার কথা রয়েছে। ক্রিকেট বিশ্বের সবচেয়ে মর্যাদাকর এই লড়াইয়ের এবার অফিসিয়াল থিম সং গেয়েছেন উঠতি তারকা লরিন এবং ব্রিটিশ ব্যান্ড রুডিমেন্টাল। গানটির নাম রাখা হয়েছে ‘স্ট্যান্ড বাই’।
কমেডিয়ান প্যাডি ম্যাকগিনিস থাকবেন বিশেষ অনুষ্ঠান ‘সেলিব্রেশন অব ক্রিকেট, মিউজিক অ্যান্ড কালচার’ নিয়ে।
সাধারণের জন্য হাজার ৪ হাজার টিকিটের ব্যবস্থা করা হয়েছে। অংশগ্রহণকারী ১০ দেশের প্রতিনিধিত্ব করবেন সেই দেশের একজন কিংবদন্তি ও তারকা।
উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সেন্ট্রাল লন্ডনের বাকিংহ্যাম প্যালেসের সামনে বিখ্যাত ‘দ্য মলে’।
পুরো অনুষ্ঠানটিই হবে ঐতিহাসিক এই নির্দশনকে পেছনে রেখে। এই অনুষ্ঠানে আয়োজক দেশের কোনও ক্রিকেটারকেই পাওয়া যাবে না। তাদের ক্লান্তি না দেওয়ার জন্যই এই ভাবনা আইসিসির।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: