আইসিসির ফেসবুক পেজের কাভার ফটোতে সাইফুউদ্দিন
প্রকাশিত:
৩ জুন ২০১৯ ১৭:৩৬
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৫:০৪

ইংল্যান্ডের ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ।
এই ম্যাচে বোলিংয়ে আলাদাভাবে নজর কেড়েছেন বাংলাদেশি পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।
আট ওভারে কিছুটা খরুচে হলেও দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন এই অলরাউন্ডার। রাসি ভন ডার ডুসেন ও আন্দিলে ফেলুকায়োকে সাজঘরে ফিরান এই তরুণ টাইগার।
তাই ম্যাচ শেষে সাইফুদ্দিনকে সম্মানিত করলো ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
নিজেদের অফিসিয়াল ফেসবুক কাভার ফটোতে সাইফুদ্দিনের একটি ছবি ঝুলিয়ে দিয়েছে। যেখানে তাকে উইকেট পাওয়ার পর উযদাপনে পাখির মতো উড়ন্ত ভঙ্গিতে দেখা যায়।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: