ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের চমক


প্রকাশিত:
৪ জুন ২০১৯ ২১:১৬

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৪:৪৩

ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের চমক

 প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে নাস্তানাবুদ হওয়ার পর বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল পাকিস্তান। হট ফেভারিট ইংল্যান্ডকে হারাল তারা। যে ইংল্যান্ডের কাছে বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজ ৪-০ ব্যবধানে হেরেছিল পাকিস্তান, সেই সরফরাজের দলই বিশ্বকাপের মঞ্চে মোক্ষম প্রতিশোধ নিল। শুধু তাই নয় ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়ে বিশ্বকাপে জয়ের সরণীতে ফিরে এল পাকিস্তান। টানা ১১ ম্যাচে হারের পর অবশেষে জয়ের মুখ দেখল পাকিস্তান।



ট্রেন্টব্রিজে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ১০৫ রানে অলআউট হলেও এদিন কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে থাকেন দুই পাক ওপেনার। ওপেনিং জুটিতে ফখর জামান ও ইমাম উল হক ৮২ রান তোলেন। ফখর ৩৬ এবং ইমাম ৪৪ রান করে আউট হন। এরপর বাবর আজম এবং মোহাম্মদ হাফিজ পাকিস্তানের রানকে টেনে তোলেন। বাবর ৬৩ এবং হাফিজ ৮৪ রান করে আউট হন। পাকিস্তান অধিনায়ক সরফরজ আহমেদ ৫৫ রান করেন। কোনও ব্যাটসম্যান সেঞ্চুরি না করলেও শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৮ রান তোলে পাকিস্তান। ইংল্যান্ডের হয়ে মঈন আলি ও ক্রিস ওকস ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন মার্ক উড।



৩৪৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি ইংল্যান্ডের। ৮ রানে ড্রেসিংরুমে ফিরে যান জেসন রয়। ৩২ রানে ফিরে যান বেয়ারস্টো।অধিনায়ক মরগানও ফেরেন মাত্র ৯ রানে। বেন স্টোকস করেন মাত্র ১৩ রান। একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যান জো রুট। সঙ্গে জশ বাটলার। পঞ্চম উইকেটে ১৩০ রানের জুটি ইংল্যান্ডকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়। ১০৭ রান করে আউট হন জো রুট। ২০১৯ বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি করলেন রুট।  



পরে বাটলারও সেঞ্চুরি করেন। ৭৬ বলে ১০৩ রান করে আউট হন তিনি। এরপর ক্রিস ওকস শেষ চেষ্টা করলেও ব্যর্থ হন। ২১ রানে আউট হন তিনি। তারপরু ওয়াহাব রিয়াজ ও  আমিরের দুরন্ত বোলিং শেষ পর্যন্ত পাকিস্তানকে জয় এনে দেয়। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৩৩৪ রান তোলে ইংল্যান্ড। পাকিস্তানের হয়ে ৩টি উইকেট নেন ওয়াহাব রিয়াজ। ২টি করে উইকেট নেন শাদাব খান ও মোহাম্মদ আমির।  


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top