জয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ভারত
প্রকাশিত:
৬ জুন ২০১৯ ১৮:৪৪
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৫:১৬

রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটের জয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ভারত।
বুধবার ইংল্যান্ডের সাউদাম্পটনে প্রথমে ব্যাট করে ২২৭ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন আফ্রিকান পেস বোলার ক্রিস মরিস।
২২৮ রানের সহজ স্কোর তাড়া করতে নেমে শুরু থেকেই সাবধানী ব্যাটিং করে ভারত। ৫.১ ওভারে দলীয় ১৫ রানে ফেরেন শিখর ধাওয়ান। ৮ রান করেন ধাওয়ান। তিনে ব্যাটিংয়ে নেমে ১৮ রান করার সুযোগ পান বিরাট। ৪২ বলে ২৬ রান করে ফেরেন রাহুল।
এরপর মহেন্দ্র সিং ধোনির সঙ্গে চতুর্থ উইকেটে ৭৪ রানের জুটি গড়েন রোহিত। ধোনি ফিরে গেলে ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মার সঙ্গে দলের জয় নিশ্চিত করেন হার্দিক পান্ডিয়া। আর ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন রোহিত শর্মা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: