একাদশে পরিবর্তনের ইঙ্গিত, লিটন মাঠে নামতে পারেন


প্রকাশিত:
৮ জুন ২০১৯ ০৬:০৪

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৪:৪২

একাদশে পরিবর্তনের ইঙ্গিত,  লিটন মাঠে নামতে পারেন

উইকেটে সেট হয়েও ব্যাটসম্যানদের অতিরক্ষণাত্মক ব্যাটিং। আড়াইশো প্লাস স্কোর করতে না পারা। ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ মিঠুনের চাহিদা মেটাতে না পারা। শেষ দিকে গতিঝড়ে প্রতিপক্ষের উইকেট তুলে নিতে না পারা। মুশফিকুর রহিমের ভুল উইকেট কিপিং। এইসব অনেক অনেক ‘না পারার’ উত্তর হিসেবে একাদশে লিটন দাসের জায়গা নিয়ে গুঞ্জন উঠেছে। আগামী ৮ জুন স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেই লিটনকে একাদশে দেখা যেতে পারে। এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে সংশ্লিষ্ট সূত্র থেকে।  



দেশের অন্যতম সেরা উইকেটকিপার ব্যাটসম্যান লিটন ব্যাট হাতে প্রতিপক্ষকে কচুকাটা করতেও ওস্তাদ। টিম কম্বিনেশনের কারণে প্রথম দুই ম্যাচ খেলা হয়নি লিটনের। এবার বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোতে এই তরুণ তারকা নিজেকে একাদশে রাখার দাবি জানিয়ে রাখছেন।



এদিকে অপেনিং দারুণ ফর্মে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার। যে কারণে তামিম-সৌম্যর দুর্দান্ত একটি ওপেনিং জুটি পেয়েছে বাংলাদেশ। যদিও তামিম শেষ দুই ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি। সৌম্যও ৪০-৪৫ করে আউট হয়ে যাচ্ছেন। তার পরেও ওপেনিং পজিশনে পরিবর্তনের সুযোগ এই মুহূর্তে নেই। 



এক্ষেত্রে সাকিব আল হাসানকে ৪ নম্বরে পাঠিয়ে ৩ নম্বর পজিশনটাই লিটনের জন্য উপযুক্ত ভাবা হচ্ছে। এমনকি একটা সময় যারা লিটনের সমালোচনা করতেন; এখন তারাই লিটনকে দলে চাইছেন। কারণ লিটন কিপার হিসেবেও দুর্দান্ত। 



কথা উঠছে রুবেল হোসেনকে নিয়েও। অভিজ্ঞ এই পেসার সময় মতো দুর্দান্ত ডেলিভারি দিয়ে প্রতিপক্ষের উইকেট তুলে নিয়ে ওস্তাদ। তাকে দলে ফেরানোরও একটা ফাঁকফোকর খোঁজা হচ্ছে। গেল বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয়া রুবেলের সেই দুটি ড্রিম ডেলিভারিও স্মরণ করছেন অনেকে। যে দুটি ডেলিভারিতে ইংল্যান্ড বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছিল। আর বাংলাদেশ উঠেছিল শেষ আটে। এবার সেই একই মঞ্চে বিশ্বকাপে বাংলাদেশের সামনে ইংল্যান্ড। অবশ্যই চার বছর আগের সেই সুখস্মৃতি হাতড়াচ্ছেন রুবেল।



পাকিস্তানের বিপক্ষে হেরে স্বাগতিক ইংল্যান্ড মানসিকভাবে কিছুটা চ্যালেঞ্জের মুখে আছে। সেই সুযোগটা নিতে যা যা করা দরকার সব সময় থাকতেই করা উচিত বলে মনে করছে দেশের ক্রিকেট বিশ্লেষকরা। সময় মতো সবকিছু কাজে লাগাতে পারলে সেমির স্বপ্নে অনেকদূর এগিয়েও যাবে বাংলাদেশ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top