২৮ রানে হেরে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
প্রকাশিত:
৩ জুলাই ২০১৯ ১৯:৪৪
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:৪৪

বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। কিন্তু আফসোস বাড়িয়ে ২৮ রানে হেরে গেল মাশরাফি বিন মুর্তজার দল। এখন পাকিস্তানের সঙ্গে ম্যাচটি নিছকই আনুষ্ঠানিকতার। যে বার্মিংহামে ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের অপরাজিত দৌড় থেমেছিল ভারতের, সেই বার্মিংহামেই বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছে গেল ভারত।
রোহিত শর্মার সেঞ্চুরি আর বল হাতে বুমরাহ-হার্দিকদের কাছে হের গেল বাংলাদেশ। কাজে এল না মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের লড়াই।
ভারতের ৩১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই বাংলাদেশি ওপেনার তামিম ও সৌম্য। তামিম ইকবালকে ২২ রানে বোল্ড করে বাংলাদেশি শিবিরে প্রথম ভাঙন ধরান শামি। সৌম্যকে ৩৩ রানে ফেরান হার্দিক পাণ্ডিয়া। এরপর মুশফিকুর সাকিব জুটি বাংলাদেশকে টানতে থাকেন। মুশফিকুর ২৪ এবং লিটন দাস ২২ রানে ফিরে যান। দ্রুত ফিরে যান মোসাদ্দেক হোসেনও। কিন্তু ৬৬ রানে সাকিব ফিরে যেতেই বাংলাদেশের আশা কার্যত শেষ হয়ে গেছে বলে ধরে নিলেও শেষ চেষ্টা করেন সইফউদ্দিন ও সাব্বির। ৬৬ রানের জুটি গড়ে তোলেন দুজনে। কিন্তু ৩৬ রানে সাব্বিরকে ফেরালেন জশপ্রীত বুমরাহ। দুরন্ত হাফ সেঞ্চুরি করে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন সইফউদ্দিন। কিন্তু বুমরার দুরন্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ২৮৬ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ২৮ রানে ম্যাচ জিতে নেয় ভারত। ভারতের হয়ে জশপ্রীত বুমরাহ ৪টি এবং হার্দিক পাণ্ডিয়া ৩টি উইকেট নেন।
মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ওপেনিং জুটিতে ১৮০ রানের জুটি গড়েন রোহিত-রাহুল। ৯ রানের মাথায় জীবন পান রোহিত শর্মা। মোস্তাফিজের বলে বলে ক্যাচ মিস করেন তামিম ইকবাল। সেই সুযোগ কাজে লাগিয়ে সেঞ্চুরি করেন রোহিত শর্মা।
ওয়ানডে ক্যারিয়ারে ২৬ তম সেঞ্চুরিটি এদিন করলেন রোহিত শর্মা। চলতি বিশ্বকাপে চার নম্বর সেঞ্চুরি হয়ে গেল হিটম্যানের। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ইংল্যান্ডের পর বাংলাদেশের বিরুদ্ধেও সেঞ্চুরি করলেন রোহিত।এক বিশ্বকাপে চারটি সেঞ্চুরি করে সাঙ্গাকারাকে ছুঁলেন রোহিত। ২০১৫ সালে বিশ্বকাপে চারটি সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। প্রথম ভারতীয় হিসেবে এক বিশ্বকাপে চারটি সেঞ্চুরি করার নজির গড়লেন রোহিত শর্মা। এক বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করেছিলেন সৌরভ গাঙ্গুলি। এদিন সৌরভকে টপকে গেলেন তিনি। সেঞ্চুরি করেই ১০৪ রানে আউট হন হিটম্যান।
রোহিত সেঞ্চুরি করলেও আর এক ওপেনার রাহুল সেঞ্চুরি মাঠে ফেলে এলেন। ৭৭ রানে ফিরলেন রাহুল। এরপর বিরাট কোহলি আর হার্দিক পাণ্ডিয়াকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরান ফিজ। কোহলি ২৬ আর হার্দিক শূন্য রানে ফিরে যান। এরপর অবশ্য ঋষভ পন্থ ঝোড়ো ব্যাটিং করতে থাকেন। কিন্তু ৪১বলে ৪৮ রানে সাকিবের বলে ক্যাচ আউট হলেন পন্থ। সুযোগ পেলেও কাজে লাগাতে পারলেন না দীনেশ কার্তিক। শেষ দিকে ফের স্লো ব্যাটিং মহেন্দ্র সিং ধোনির। এত সমালোচনার পরেও এদিন চেনা মেজাজে পাওয়া গেল না ধোনিকে। ৩৫ রানে ফিরলেন তিনি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৩১৪ রান তোলে ভারত। বাংলাদেশের হয়ে ৫টি উইকেট নেন মোস্তাফিজ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: