আর্জেন্টিনাকে হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিল


প্রকাশিত:
৩ জুলাই ২০১৯ ১৯:৫২

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:৪৬

আর্জেন্টিনাকে হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিল

দীর্ঘ ১২ বছর পর আবারও কোপা আমেরিকার সুপার এল-ক্লাসিকোতে মুখোমুখি হয়েছে ল্যাটিন আমেরিকার দুই জায়ান্ট ব্রাজিল-আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের চৌদ্দবারের চ্যাম্পিয়নদের আরও একবার হারিয়ে দিলো আটবারের চ্যাম্পিয়নরা। এক যুগ আগে ব্রাজিলের বিপক্ষে কোপার ফাইনালে হেরেছিল আর্জেন্টিনা। এত বছর কেটে যাওয়ার পরও কোপায় ব্রাজিলকে হারাতে পারেনি মেসি বাহিনী। দুর্দান্ত এই জয়ের সুবাদে ৪৬তম কোপার ফাইনালে চলে গেল ব্রাজিল। 



বুধবার (৩ জুলাই) সালভাদরে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পায় ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেছেন জেসুস ও ফিরমিনো। গেল দুই আসরের ফাইনাল খেললেও এবারের আসরে সেমি-ফাইনাল থেকে বিদায় নিতে হলো আর্জেন্টিনাকে। 



বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠে দুদল। যদিও বল নিয়ন্ত্রণে আর্জেন্টিনার তুলনায় এগিয়ে ছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ম্যাচের ১৯তম মিনিটে প্রথম সাফল্য পায়। 



আর্জেন্টিনাকে ডুবিয়ে কোপার ফাইনালে ব্রাজিল



ম্যানসিটি তারকা গ্যাব্রিয়েল জেসুসের দুর্দান্ত গোলটি করে দলকে এগিয়ে দেন। মাঝ মাঠ থেকে দানি আলভেসের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে রবার্তো ফিরমিনো এগিয়ে ডি-বক্সের ভেতরে নিয়ে যান এবং গোল পোস্টের সামনে দাঁড়িয়ে থাকা জেসুসের কাছে পাস দিলে পায়ের আলতো ছোঁয়ায় বল জালে জড়ান এই ম্যানসিটি তারকা। 



পিছিয়ে পড়ে ম্যাচের ৩০তম মিনিটে গোলের সুযোগ পায় আর্জেন্টিনা। লিওনেল মেসিকে কাসেমিরো ফাউল করলে ফ্রি-কিক পায় কোপায় ১৪ বারের চ্যাম্পিয়নরা! ঠিকঠাক শটটিই নিয়েছিলেন মেসি; দুর্ভাগ্য গোল পোস্টের একটু উপর দিয়ে বলটি চলে যায়! এরপর ম্যাচের ৩৭তম মিনিটে আরও একটি ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি। এতে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মেসিরা।



প্রথমার্ধে পিছিয়ে থেকে ম্যাচের ৫৭তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় আর্জেন্টিনা। দুর্ভাগ্য মেসির দুর্দান্ত শট গোল পোস্টে লেগে ফিরে আসলে বেঁচে যায় ব্রাজিল। অবশ্য এর আগের মিনিটে বার্সা তারকা ফিলিপ কৌতিনহো আর্জেন্টিনার জালে সহজ একটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। 



আর্জেন্টিনাকে ডুবিয়ে কোপার ফাইনালে ব্রাজিল



দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার কারো থেকে কারো কম ছিল না! মাঝে মাঝে আর্জেন্টিনার দুর্বল ডিফেন্স লক্ষ্যণীয় ছিল। তবে ফ্রি-কিক থেকে মেসি গোল করার আরও একটি সুযোগ পায়। ম্যাচের ৬৬তম মিনিটে নিজেই ফাউলের শিকার হলে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট নিলেও লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসনের অবদানে বেঁচে যায় আটবারের চ্যাম্পিয়নরা! 



যখনই আর্জেন্টিনার গোল মুখে ব্রাজিল এগোতে থাকে ঠিক তখনই দেখা যায় তাদের দুর্বল ডিফেন্স! এই সুযোগকে কাজেও লাগায় ব্রাজিল। ম্যাচের ৭১তম মিনিটে ফিরমিনোর গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল।



জেসুসের করা প্রথম গোলে অবদান ছিল ফিরমিনোর; ঠিক পরের গোলটিতে অবদান রাখেন জেসুস; মনে হয় যেন একে অন্যের দেনা-পাওনা মেটালেন! আর্জেন্টিনার ডিফেন্সকে ভেঙে চুড়ে খুব সহজে ফিরমিনোকে দিয়ে গোলটি করান জেসুস। প্রতিপক্ষ যেন কেবল চেয়ে চেয়ে দেখল।



আর্জেন্টিনাকে ডুবিয়ে কোপার ফাইনালে ব্রাজিল


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top