সেমিতে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড, ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড
প্রকাশিত:
৭ জুলাই ২০১৯ ১৭:৪৮
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৫:২৫

৯ জুলাই প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে ভারত। আর ১১ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ড ৯ খেলায় ৫ জয়ে ১১ পয়েন্ট (পরিত্যাক্ত হওয়ার ম্যাচ থেকে ১ পয়েন্ট) পাওয়ায় চতুর্থ স্থানে থাকা তাদরে নিশ্চিত ছিল। একই রকম সমান খেলায় ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডেরও চূড়ান্ত ছিল তৃতীয় স্থান। প্রথম ও দ্বিতীয় স্থান দখলের লড়াইয়ে ছিল ভারত ও অস্ট্রেলিয়া।
দিনের ম্যাচে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ভারত জয় তুলে নেয়। ফলে ৯ ম্যাচে ৭ জয়ে ১৫ পয়েন্ট (পরিত্যাক্ত হওয়ার ম্যাচ থেকে ১ পয়েন্ট) নিশ্চিত হয় তাদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়া জিতলেই শীর্ষে থাকত বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু প্রোটিয়ারদের কাছে হার মানে দলটি। ফলে ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান পায় অ্যারন ফিঞ্চের দল।
এখন সূচি অনুযায়ী শীর্ষে থাকা ভারত সেমিতে পাচ্ছে চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডকে। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া পাচ্ছে তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডকে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: