বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন উসমান খাওয়াজা
প্রকাশিত:
৮ জুলাই ২০১৯ ০৭:০৫
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:৩২

অস্ট্রেলিয়া শিবিরে আবারও চোট! শন মার্শের পর টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দলের অভিজ্ঞ ব্যাটসম্যান উসমান খাওয়াজা। গতকাল (৬ জুলাই) ম্যানচেস্টাররে ওল্ড ট্রাফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান এ বাঁহাতি ব্যাটসম্যান।
স্ক্যান রিপোর্টের পর জানা গেছে চোট সারতে অন্তত পক্ষে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার। খাওয়াজার পরিবর্তে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েডকে দলে এনেছে অস্ট্রেলিয়া।
পেস অলরাউন্ডার মার্কাস স্টয়িনিসও চোটের কবলে। প্রোটিয়াদের বিপক্ষে খেলতে নেমে সাইডস্ট্রেনে ব্যাথা পেয়েছেন তিনি। তার জায়গায় মিচেল মার্শকে ডেকেছে অজি টিম ম্যানেজমেন্ট। এর আগেও চোটে পড়ে দুই ম্যাচ খেলতে পারেননি স্টয়িনিস।
ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে আগেই অস্ট্রেলিয়া ‘এ’ দলের সাথে রয়েছেন ওয়েড ও মিচেল। বিশ্বকাপে শন মার্শও চোটের কারণে ছিটকে গেছেন। তার বদলে পিটার হ্যান্ডকসম্বকে দলে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: