১২ বছর পর কোপার শিরোপা উদ্ধার করল ব্রাজিল
প্রকাশিত:
৯ জুলাই ২০১৯ ০০:১৯
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:৩৩

ব্রাজিলই যে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হতে চলেছে সেটা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। কারণ ধারেভারে ব্রাজিলের কাছাকাছিও ছিল না পেরু। হলোও তাই। পেরুকে ৩-১ গোলে হারিয়ে কোপা নিজেদের করে নিয়েছে স্বাগতিক ব্রাজিল।
এর আগে যে চারবার (১৯১৯, ১৯২২, ১৯৪৯ ও ১৯৮৯) নিজেদের মাটিতে কোপা আমেরিকা আয়োজন করেছিল ব্রাজিল, প্রতিবারই শিরোপাটা নিজেদের করে নিয়েছে স্বাগতিকেরা। ২০১৯-এ এসেও সেই জয়ী দলের নাম ব্রাজিল।
পুরো ম্যাচে তিতের শীষ্যরা দাপট দেখিয়ে খেলেছে। প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে যাওয়া ব্রাজিল শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। ২০০৭ সালে অর্থাৎ এক যুগ আগে শেষবার কোপার শিরোপা জিতেছিল ব্রাজিল। এর পরের আসরগুলো সেলেকাওদের কেটেছে হতাশায়। এবার সেই হতাশা মুছিয়ে জেসুস-এভারটনরা শিরোপা এনে দিলেন ব্রাজিলকে।
২০১৬ সালে এই পেরুর কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ব্রাজিল। এবার সেই পেরুকে ফাইনালে প্রতিশোধও নেওয়া হয়ে গেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
ম্যাচ শুরু হওয়ার ১৫ মিনিটের মাঝেই এগিয়ে যায় ব্রাজিল। গোল করে বসেন এভারটন। ডি বক্সের বাইরে থেকে জেসুসের লম্বা করে বাড়ানো বলে পা ছুঁয়ে দেন তিনি। ২৫তম মিনিটে এভারটনের বাড়ানো বলে শট নেন কুতিনহো। অল্পের জন্য রক্ষা পায় পেরু। ম্যাচের ৩০ মিনিটে হলুদ কার্ড দেখা জেসুস প্রথমার্ধের যোগ হওয়া সময়ে ব্যবধান বাড়ান। জেসুসের গোলের আগে অবশ্য পেনাল্টি শটে সমতায় ফিরেছিল পেরু। ডি বক্সের মধ্যে পড়ে গিয়ে বল হাতে লাগান ব্রাজিলের থিয়াগো সিলভা। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পরে ভিএআর-এর সাহায্যে নিজের সিদ্ধান্তে অটল থাকেন। নিখুঁত স্পটকিকে বল জালে জড়ান গুরেরো। সমতায় ফিরে খানিকটা উজ্জীবিত হয় পেরু। কিন্তু পেরুর উল্লাস বেশিক্ষণ রাখতে দেননি জেসুস।
৭০তম মিনিটে পেরুর ডিফেন্ডারকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জেসুস। দশ জনের ব্রাজিলকে পেয়েও কিছু করতে পারেনি পেরু। শেষ মুহূর্তে পেরুর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রিকার্লিসন। পেরুর ডি বক্সে এভারটন ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। যোগ হওয়া সময়ে সফল স্পটকিক নেন ফিরমিনোর বদলি হিসেবে নামা রিকার্লিসন (৩-১)।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: