সেরেনাকে হতাশ করে হালেপের ইতিহাস
প্রকাশিত:
১৪ জুলাই ২০১৯ ০৭:৪৮
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:১৬

সেরেনা উইলিয়ামসকে হারিয়ে উইম্বলডন শিরোপা নিজের করে নিলেন সিমোনা হালেপ। নারী ও পুরুষ দুই বিভাগ মিলেই রোমানিয়ার প্রথম তারকা হিসেবে এই শিরোপা জিতে গড়লেন ইতিহাস।
শনিবার ৫৬ মিনিটের একতরফা লড়াইয়ে যুক্তরাষ্ট্রের তারকা সেরেনাকে ৬-২, ৬-২ সেটে হারিয়ে দেন হালেপ। গত বছর ফ্রেঞ্চ ওপেন জেতা হালেপের এটি দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।
এদিকে ৩৭ বছর বয়সী সেরেনার সামনেও ছিল ইতিহাসের হাতছানি। এদিন জিতলেই ছুঁয়ে ফেলতেন মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড। কিন্তু পারলেন না সেরেনা উইলিয়ামস।
এর আগেও দুই বার কাছে গিয়ে পারেননি সেরেনা। গত উইম্বলডনে অ্যাঞ্জেলিক কেরবার ও ইউএস ওপেনে হেরে যান নাওমি ওসাকার কাছে। এবারের উইম্বলডনেও হতাশ হতে হলো তাকে। শেষ ১২ মাসে ৩টি মেজর ফাইনাল হারলেন সেরেনা।
শিরোপা জিতে নিয়ে হালেপ বলেছেন, এটা আমার ক্যারিয়ারের সেরা ম্যাচ। এর চেয়ে ভালো আমি আগে কখনো খেলেনি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: