২০২৩ বিশ্বকাপ জিতবে ভারত


প্রকাশিত:
১৬ জুলাই ২০১৯ ১৭:১৩

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৩:৫৪

২০২৩ বিশ্বকাপ জিতবে ভারত

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ‘দেজা ভ্যু’ তত্ত্ব নিয়ে আলোচনা হয়েছে খুব। পাকিস্তানের বিশ্বকাপ মিশন মিলে যাচ্ছিল হুবহু ১৯৯২ বিশ্বকাপ আসরের মতো। যদিও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি দেশটি। তাই এ নিয়ে আর আলোচনা দীর্ঘায়িত হয়নি।



তবে ইংল্যান্ডের শিরোপা জয়ের মধ্য দিয়ে ২০১৯ বিশ্বকাপ শেষ হতেই ‘দেজা ভ্যু’ তত্ত্ব ফের ফিরে আসছে। যে তত্ত্ব জানাচ্ছে- ২০২৩ বিশ্বকাপের শিরোপা জিতবে ভারত!



এ আবার কেমন কথা! এমন প্রশ্নই জাগার কথা সবার মনে। বিষয়টি নিয়ে তাহলে বিস্তারিত আলোচনা করা যাক। ২০২৩ সালে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরটির আয়োজক ভারত। এককভাবে এই প্রথম ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে দেশটি।



২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ২৬ মার্চ। সব ঠিক থাকলে ১০ দল নিয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতেই হবে আসর।



বিশ্বকাপের শেষ তিন আসরের পরিসংখ্যান বলছে, আয়োজক হওয়া মানেই শিরোপা জয়। এবারের আসরসহ সর্বশেষ তিন বিশ্বকাপে শিরোপা জিতেছে স্বাগতিক দেশ। সেই হিসেবে তাহলে ২০২৩ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ভারত, এটি ধরে নেওয়াই যায়।



এবারের আসরের আগে ২০১৫ বিশ্বকাপের শিরোপা নিজেদের করেছিল অস্ট্রেলিয়া। সেবার দেশটি ‍নিউজিল্যান্ডের সঙ্গে বিশ্বকাপের আয়োজক ছিল। ফাইনাল হয়েছিল অস্ট্রেলিয়াতে। নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতে অজিরা।



তার আগে ২০১১ সালে বিশ্বকাপের আসর বসে উপমহাদেশে। ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ ছিল আয়োজক। এবার চ্যাম্পিয়ন ভারত। ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ভারতে। তাহলে ২০২৩ বিশ্বকাপে আয়োজক ভারতই কি চ্যাম্পিয়ন হচ্ছে?



১৯৯৬ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল বিশ্বকাপের স্বাগতিক দল। অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। পাকিস্তান ও ভারতের সঙ্গে সহ-আয়োজক ছিল দ্বীপ দেশটি। যদিও ফাইনাল হয়েছিল লাহোরে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top