শ্রীলংকা সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা


প্রকাশিত:
১৭ জুলাই ২০১৯ ১৮:১৪

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:৩২

শ্রীলংকা সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

আসন্ন শ্রীলংকা  সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন স্পিনার তাইজুল ইসলাম ও ওপেনার বিজয়। বাদ পড়েছেন আবু জাহেদ রাহী।



এই সফরে  দলের সঙ্গে যাচ্ছেন না সাকিব আল হাসান এবং লিটন দাস। হজ পালনের জন্য বোর্ড থেকে ছুটি নিয়েছেন সাকিব। অন্যদিকে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন লিটন, সে কারণে তাঁকেও ছুটি দেয়া হয়েছে।



এই দুজনের বদলেই জায়গা করে নিয়েছেন তাইজুল এবং বিজয়। এছাড়া বিশ্বকাপে খেলা নিয়মিত ক্রিকেটাররাই আছেন এই স্কোয়াডে। তবে জায়গা হয়নি পেসার আবু জায়েদ রাহির।





 

শ্রীলংকা সফরে বাংলাদেশ দলঃ-



মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন।  





 

উল্লেখ্য, কলম্বোতে আগামী ২৬, ২৮ এবং ৩১ জুলাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top