অস্ট্রেলিয়াতে স্হায়ী হচ্ছেন মালিঙ্গা


প্রকাশিত:
২১ জুলাই ২০১৯ ২২:৩৪

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:২৯

অস্ট্রেলিয়াতে স্হায়ী হচ্ছেন  মালিঙ্গা

 একটা সময় বিশ্বক্রিকেটে শ্রীলঙ্কা ছিল বড় নাম। বিশেষ করে ছিয়ানব্বই বিশ্বকাপের পর তাদের হারানো কঠিন ছিল। তখন লঙ্কান দলে ছিল তারকার ছড়াছড়ি। অর্জুনা রানাতুঙ্গা, অরবিন্দ ডি সিলভা, সনাথ জয়াসুরিয়া, রুমেশ কালুভিতারানা, মুত্তিয়া মুরালিধরণ, চামিন্দা ভাস, উপল চন্দনা-কে ছিলেন না? পরবর্তীতে এই দলটির সঙ্গে যোগ হন কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। এসবই এখন অতীত। সবশেষ লঙ্কান সোনালীযুগের প্রতিনিধি লাসিথ মালিঙ্গা। তিনিও ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলেই অবসরে চলে যাবেন।



বড় খেলোয়াড় অবসরে গেলে শূন্যতা তৈরি হয়ই। আরও একজন বড় খেলোয়াড় হারাতে যাচ্ছে লঙ্কানরা। বাংলাদেশের বিপক্ষে আসন্ন হোম সিরিজের পর অবসরে যাচ্ছেন দলটির তারকা ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। শুধু অবসরেই যাচ্ছেন না, দেশও ছাড়ছেন।



জানা গেছে, ৩৫ বছর বয়সী এই পেসার অস্ট্রেলিয়ার স্থায়ী নাগরিকত্ব পেয়ে গেছেন। অবসরের পর পরিবার নিয়ে সেখানেই পারি জমাবেন। সূত্রটি আরও জানিয়েছে, অস্ট্রেলিয়ায় সম্ভবত কোচিং পেশার সঙ্গেই যুক্ত হবেন মালিঙ্গা।



বর্তমানে অস্ট্রেলিয়াতেই আছেন লঙ্কান এই পেসার। সেখানে কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা করার কথা রয়েছে তার। অস্ট্রেলিয়া থেকেই মালিঙ্গা কথা বলেছেন লঙ্কান দলের প্রধান নির্বাচক আসান্থা ডি মেলের সঙ্গে। তিনি জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজে অংশ নিতে ২২ জুলাই দেশে ফিরবেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top