‘ডোপপাপীর’ সঙ্গে পোডিয়ামে উঠলেন না অজি সাঁতারু
প্রকাশিত:
২৩ জুলাই ২০১৯ ০২:৩৭
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৯:১৫

‘ডোপপাপীর’ সঙ্গে পোডিয়ামে উঠলেন না অজি সাঁতারু
ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার ফ্রি-স্টাইলে প্রথম স্থান দখলকারী চীনা সাতারু সান ইয়াংয়ের সঙ্গে পোডিয়ামে উঠে পুরুস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাক হর্টন। ডোপ টেস্টে ধরা পড়ে ২০১৪ সালে তিন মাস নিষিদ্ধ হয়েছিলেন এই সান।
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় রবিবার পুরস্কার নেওয়ার সময় হর্টন নিচে দাঁড়িয়ে থাকেন। আয়োজকদের জানিয়ে দেন, একজন ডোপপাপীর সঙ্গে তিনি এক মঞ্চে দাঁড়াবেন না।
পোডিয়াম থেকে ফেরার পথে সান সাংবাদিকদের বলেন, ‘আমাকে অপমান করেছে ঠিক আছে, কিন্তু চীনকে অপমান করা দুর্ভাগ্যজনক। বিষয়টা আমার ভালো লাগেনি। ’
হর্টন অলিম্পিকের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এখানে সিলভার জেতার পর সানের সঙ্গে হাতও মেলাননি। দাঁড়াননি ক্যামেরার সামনে।
এই দুজনের এমন বৈরিতা ক্রীড়াবিশ্বে আগে থেকে বহুল আলোচিত। ২০১৬ রিও অলিম্পিকের সময় হর্টন অভিযোগ করেন, অনুশীলনে সান তাকে বারবার একপাশে ঠেলে দিয়েছে। সেবারও সংবাদ সম্মেলনে সানকে ধুয়ে দেন তিনি, ‘ওকে আমি দেখতে পারি না। প্রতারককে সম্মান দেখানোর মতো সময় আমার নেই।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: