অবসর নিলেন আমির
প্রকাশিত:
২৭ জুলাই ২০১৯ ০৪:২২
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৩:৪৪

টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। আজ শুক্রবার তিনি এ ঘোষণা দেন। তবে পাকিস্তানের হয়ে সাদা বলের ক্রিকেট খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।
অবসরের বিষয়ে আমির এক বিবৃতিতে বলেন, ‘ক্রিকেটের সেরা ও ঐহিত্যবাহী ফরম্যাটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করাটা আমার জন্য সম্মানের ছিল। যাইহোক, আমি লংগার ভার্সন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যাতে করে আমি সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে পারি।’
‘পাকিস্তানের হয়ে খেলাটা আমার একমাত্র ইচ্ছা ও একমাত্র উদ্দেশ্য। আমি সেরা ফিটনেস ও সেরা শারীরিক কাঠামোতে থাকার সর্বাত্মক চেষ্টা করব, যাতে দলের আসন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় অবদান রাখতে পারি। বিশেষ করে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে।’
‘তবে এই সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। আমাকে এটা নিয়ে বেশ ভাবতে হয়েছে। যেহেতু আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শিগগিরই শুরু হচ্ছে এবং পাকিস্তান বেশ কিছু প্রতিভাবান তরুণ বোলার তৈরি করেছে, তাই আমি মনে করছি অবসর নেওয়ার এটাই উপযুক্ত সময়। যাতে করে নির্বাচকরা টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিকল্পনা ভালোভাবে করতে পারে।’
‘আমি আমার সব সতীর্থকে ধন্যবাদ দিতে চাই। পাশাপাশি লাল বলে আমার যত প্রতিপক্ষ ছিল তাদেরও। তাদের সঙ্গে ও বিপক্ষে খেলাটা আমার অগ্রাধিকার ছিল। আমি নিশ্চিত আমাদের চলার পথ সীমিত ওভারের ক্রিকেটে মিলবে। আমার বুকে সোনালী তারা ধারণ করার সুযোগ দেওয়ায় আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ দিতে চাই। আমি আমার কোচদেরও ধন্যবাদ দিতে চাই। যারা আমার ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে আমাকে প্রশিক্ষণ দিয়েছে।’
মোহাম্মদ আমির পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট খেলেছেন। উইকেট পেয়েছেন ১১৯টি। গড় ৩০.৪৭।
আমিরের টেস্ট ক্যারিয়ার দুই ভাগে বিভক্ত। ২০০৯ সালে ১৭ বছর বয়সে তার টেস্ট অভিষেক হয়েছিল। এরপর তিনি ১৪টি টেস্ট খেলেছিলেন। ২৯.০৯ গড়ে উইকেট নিয়েছিলেন ৫১টি! এরপর লর্ডসে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালের জুলাইতে আবার টেস্টে ফেরেন। এরপর খেলেন ২২ টেস্ট। ৩১.৫১ গড়ে নেন ৬৮ উইকেট।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: