বিপিএল সপ্তম আসরের তারিখ ঘোষণা
প্রকাশিত:
২৮ জুলাই ২০১৯ ১৮:৪০
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:১১

জাতীয় নির্বাচনের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ষষ্ঠ আসরটি ২০১৮ সালের শেষের পরিবর্তে মাঠে গড়িয়েছে চলতি বছরের জানুয়ারিতে। যে কারণে তখনই সম্ভাবনা তৈরি হয় একই বছরে বিপিএলের দুই আসর হওয়ার। জনপ্রিয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সপ্তম আসরের জন্য প্রস্তুতি শুরু করেছে বিপিএল গভর্নিং কমিটি। এদিকে বিপিএল সপ্তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ ডিসেম্বর। আজ ২৭ জুলাই শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে হয়েছিল বিপিএলের ষষ্ঠ আসর। মূলত জাতীয় নির্বাচনের কারণেই গত আসরটি পিছিয়ে এবছরের শুরুতে আয়োজন করা হয়েছিল বিপিএলের ষষ্ঠ আসর। এর ফলে একই বছর ক্রিকেট ভক্তরা দুটি বিপিএল আসর দেখতে পারছেন। বিপিএলের আসন্ন আসরকে সামনে রেখে ইতোমধ্যে দলগুলো নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে।
তাছাড়া আইকন ক্রিকেটাররাও দলবদল শুরু করে দিয়েছেন। চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছেড়ে খুলনা টাইটান্সে যোগ দিয়েছেন ওপেনার তামিম ইকবাল। অন্যদিকে চিটাগং ভাইকিংস ছেড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিয়েছেন মুশফিকুর রহীম। এছাড়া বেশ নামি দামি ক্রিকেটারদের দলে ভিড়িয়ে প্রতিনিয়ত চমক দিচ্ছে দলগুলো।
এদিকে আসন্ন সপ্তম আসরের জন্য দল কিনতে আগ্রহ জানিয়েছে নোয়াখালী আর ফিরতে চাইছে পুরোনো ফ্র্যাঞ্চাইজি বরিশাল, এমনটাই জানিয়েছেন বিপিএল গভর্নিং কমিটির সদস্য জালাল ইউনুস। তাছাড়া বিপিএলের সপ্তম আসরে থাকতে পারে অনেকগুলো চমক।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: