ভিট্টোরি বাংলাদেশের নতুন স্পিন কোচ
প্রকাশিত:
২৮ জুলাই ২০১৯ ১৮:৪২
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:২০

নিউজিল্যান্ডের সাবেক বাঁ হাতি অর্থোডক্স স্পিনার ড্যানিয়েল ভিট্টোরিকে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। স্পিন কোচ সুনিল জোশির শূন্যস্থান পুরন করলেন তিনি।
শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা শেষে ভিট্টোরিকে টাইগারদের স্পিন কোচ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়।
অন্যদিকে, দুই বছরের জন্য টাইগারদের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন দক্ষিণ আফ্রিকার শার্ল ল্যাঙ্গেভেল্ট।
এর আগে নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে বোর্ডের অন্যান্য পরিচালকদের সঙ্গে নিয়ে প্রায় ঘণ্টাতিনেকের সভা হয়েছে বিসিবি কার্যালয়ে। সেখানেই নতুন দুই বোলিং কোচের নাম ঘোষণা করা হয়। তবে ভেট্টোরিকে পূর্ণ মেয়াদে পাচ্ছে না বাংলাদেশ।
চলতি বছর ভারত সফরের আগ থেকে শুরু করে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মোট ১০০ দিন কাজ করবেন ভেট্টোরি। পরে সুযোগ ও পরিস্থিতি বুঝে দুই পক্ষের সমঝোতায় চুক্তির মেয়াদ বাড়ানোও হতে পারে।
স্পিন বোলিং কোচকে পূর্ণ মেয়াদে না পেলেও, পেস বোলিং কোচ ল্যাঙ্গেভেল্টের সঙ্গে ২ বছরের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করে ফেলেছে বোর্ড। জাতীয় দল শ্রীলঙ্কা সিরিজ শেষ করে দেশে ফিরলেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
এ সময় দুই কোচের নিয়োগের ব্যাপারে নাজমুল হাসান পাপন বলেন, 'পেস বোলিং কোচ হিসেবে আমরা দক্ষিণ আফ্রিকার চার্লস ল্যাঙ্গেভেল্টকে বেছে নিয়েছি। তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও হয়ে গেছে। আগামী ২ বছর কাজ করবেন তিনি। তবে ভেট্টোরির সঙ্গে এখনও চুক্তি হয়নি। মৌখিকভাবে তিনি রাজি হয়েছেন কাজ করতে। অচিরেই চুক্তি করে ফেলা হবে।'
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: