বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার সিরিজ জয়


প্রকাশিত:
২৯ জুলাই ২০১৯ ১৯:২৮

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:২৯

বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার সিরিজ জয়

স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে প্রথমে ৯১ রানে হারের পর আজ দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে হারলো বাংলাদেশ। এই হারের সাথে এক ম্যাচ আগেই সিরিজ হারলো টাইগাররা।



প্রথমে টসে জিতে মুশফিকের ৯৮ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৮ রান করে বাংলাদেশ।



২৩৯ রানের জবাবে ব্যাটিং করতে নেমে তিন উইকেট হারিয়ে দাপটের সাথে সিরিজ জয় করলো শ্রীলংকা।



বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৮/৮ (মুশফিক ৯৮*, মিরাজ ৪৩, তামিম ১৯, মোসাদ্দেক ১৩, মিঠুন ১২, সৌম্য ১১, সাব্বির ১১, মাহমুদউল্লাহ ৬, তাইজুল ৩, মোস্তাফিজ ২*)।



শ্রীলংকা: ৪৪.৪ ওভারে ২৪২/৩ (ফার্নান্দো ৮২, ম্যাথিউস ৫২*, কুশল মেন্ডিস ৪২*, কুশাল পেরেরা ৩০:মোস্তাফিজ ২/৫০)।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top