জয়ের জন্য ৩৯৮ রানের প্রয়োজন বাংলাদেশের
প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০১৯ ০০:১০
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৩৩

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টে জয়ের জন্য ৩৯৮ রানের প্রয়োজন বাংলাদেশের। দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান ২৬০ রানে অলআউট হওয়ায় তারা লিড পেয়েছে ৩৯৭ রানের।তাই একমাত্র টেস্ট জিততে বাংলাদেশকে করতে হবে ৩৯৮ রান।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন অধিনায়ক সাকিব আল হাসান। আর দুইটি করে উইকেট নেন তাইজুল ইসলাম, নাঈম হাসান এবং মেহেদী হাসান মিরাজ। আফগানদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন ইব্রাহিম জাদরান (৮৭)।
বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিনের খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ২ ঘন্টা ১০ মিনিট পর। চতুর্থ দিনে ২৩৭ রান নিয়ে খেলতে নেমে মাত্র ২৩ রান যোগ করে অল আউট হয় আফগানরা।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ, ৭ ওভারে বিনা উইকেটে ২৭ রান। উইকেটে আছেন লিটন দাস (৭) এবং সাদমান ইসলাম (২০)।
তবে চট্টগ্রামের এই ভেন্যুতে বাংলাদেশ এখনও পর্যন্ত তাড়া করে জেতেনি কোনো ম্যাচেই। আফগানদের বিপক্ষে এই ম্যাচের আগে চট্টগ্রামে ৭ ম্যাচে রান তাড়া করতে নেমেছিল বাংলাদেশ, এর মধ্যে ড্র হয়েছে ৩টি, হেরেছিল ৪ ম্যাচে।
টেস্টে এত বিশাল রান তাড়া করে জেতার রেকর্ড খুবই স্বল্প। সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জেতার রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের, অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০২-০৩ সালে। ১৯৪৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪০৪ রান তাড়া করে এই রেকর্ডের তালিকায় পরেই আছে অস্ট্রেলিয়া। তৃতীয় অবস্থানে ভারত। তারা ১৯৭৫-৭৬ সালে ৪০৩ রান তাড়া করে জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: