শ্রীলংকান ক্রিকেটারদের উপর হামলার আশঙ্কা


প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৮

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৩৫

শ্রীলংকান ক্রিকেটারদের উপর হামলার আশঙ্কা

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের মাটিতে চলতি মাসের শেষ সপ্তাহ থেকে তিনটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। ২৭ ২৯ সেপ্টেম্বর অক্টোবর তিনটি ওয়ানডে হবে করাচিতে। এরপর লাহোরে অক্টোবর, অক্টোবর অক্টোবর হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।



কিন্তু এই সফর নিয়ে চলছে নানান নাটকীয়তা।  শ্রীলংকার সিনিয়র সকল খেলোয়াড় পাকিস্তানে গিয়ে খেলবে না বলে জানিয়েছে তাদের বোর্ডকে। কিন্তু শ্রীলঙ্কান বোর্ড ছিলো অনড়। নতুন করে দলও ঘোষনা করেছে তারা। কিন্তু নতুন করে সন্ত্রাসী হামলার হুমকিতে থমকে গেছে সিরিজের ভবিষ্যৎ! এর মুখে লংকানরা পাকিস্তান সফর বাতিল করতে পারে বলে আশংকা করা হচ্ছে। ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে, শ্রীলঙ্কান সরকার জানিয়েছে, তারা খবর পেয়েছে যে, শ্রীলঙ্কা ক্রিকেট দল পাকিস্তানে গেলে তাদের ওপর সন্ত্রাসী হামলা হতে পারে। যার ফলে, তারা আবারও পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায়।



শ্রীলংকান প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, পাক সফরে নতুন করে হামলার হুমকি পেয়েছে তারা। সেখানে খেলতে গেলে লংকান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলা হতে পারে। ফলে ক্রিকেট মহলে আতঙ্ক বিরাজ করছে।



সম্ভাব্য সন্ত্রাসী হামলার হুমকির কারণে যে পাকিস্তানে শ্রীলঙ্কার সফর পুরোপুরি হুমকির মধ্যে পড়ে গেছে, সেটা বলাই বাহুল্য। এমনকি শেষ পর্যন্ত শ্রীলঙ্কা তাদের পাকিস্তান সফর বাতিলও করে দিতে পারে। কিংবা দাবি তুলতে পারে, নিরপেক্ষ ভেন্যুতেই এই সিরিজটি খেলার জন্য।



পাকিস্তানে সফরে হুমকির বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে লংকান ক্রীড়া মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানিয়েছে, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতেই সিরিজের ভবিষ্যৎ নির্ধারিত হবে।



অবশ্য এর আগেই পাকিস্তানের মাটিতে খেলতে যাওয়ার ব্যাপারে অসম্মতি জানিয়েছেন লাসিথ মালিঙ্গাসহ দলের ১০ সিনিয়র ক্রিকেটার। তাদের বাইরে রেখেই টি-টোয়েন্টি দল ঘোষণা করতে হয়েছে এসএলসিকে। অধিনায়ক করা হয়েছে দাসুন শানাকাকে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top